মাঠে নেমে বিরাটের সঙ্গে সেলফি দুই ক্রিকেটপ্রেমীর, বিঘ্নিত রাজকোট টেস্টের প্রথম দিনের খেলা
Web Desk, ABP Ananda | 04 Oct 2018 09:13 PM (IST)
রাজকোট: ভারতে ক্রিকেটারদের জনপ্রিয়তা নতুন কিছু নয়। ক্রিকেটাররা যেখানেই যান, সেখানেই উৎসাহী জনতা তাঁদের ঘিরে ধরে। কিন্তু তা বলে টেস্ট ম্যাচ চলাকালীন নিরাপত্তাবেষ্টনী টপকে মাঠে ঢুকে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে সেলফি তোলা! আজ রাজকোটে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন এই ঘটনাই দেখা গেল। দুই ক্রিকেটপ্রেমী মাঠে গিয়ে বিরাটের সঙ্গে সেলফি তোলেন। এরপর নিরাপত্তারক্ষীরা ছুটে গিয়ে তাঁদের মাঠের বাইরে নিয়ে যান। এই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। ছবি সৌজন্যে এএফপি আজ প্রথম দিনের শেষে পৃথ্বী শ-র শতরানের সুবাদে ভারতীয় দলের রান ৪ উইকেটে ৩৬৪। বিরাট ৭২ ও ঋষভ পন্থ ১৭ রানে অপরাজিত। চেতেশ্বর পূজারা ৮৬ রান করেন। অজিঙ্কা রাহানে ৪১ রান করেন। তবে লোকেশ রাহুল কোনও রান করতে পারেননি।