নয়া দিল্লি : মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে সম্মানিত হওয়ার পর থেকেই শুভেচ্ছাবার্তায় ভাসছেন। ক্রীড়াক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মানের জন্য তাঁকে বেছে নেওয়ার পিছনে কোন বিষয়টা কাজ করেছে, সে বিষয়ে নিজের মতামত জানালেন সুনীল ছেত্রী। তাঁর সেই বক্তব্য এআইএফএফ-এর অফিসিয়াল রিলিজে জানানো হয়েছে। 


সুনীল বলেছেন, "খেলরত্ন পুরস্কার পাওয়ার অন্যতম প্রাথমিক কারণ, আমি ১৯ বছর ধরে খেলছি। আমার চিকিৎসক , ফিজিও, ম্যাসিওয়ার প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। আপনারা সুপারস্টার, আপনাদের জন্যই আমি মাঠে নামতে পেরেছি। এমন অনেক সময় গেছে যখন মনে হয়েছে খেলতে পারব না। কিন্তু, আপনারা সম্ভব করে দেখিয়েছেন।" 


তাঁর সংযোজন, আমি আমার সব ক্লাব, সতীর্থদেরও ধন্যবাদ জানাতে চাই। ক্লাব, জাতীয় দল, ফ্যান ও পরিবার-সকলকে। এতগুলো বছর আপনার আমার সঙ্গে কষ্ট পেয়েছেন। আমার সঙ্গেই আনন্দ করেছেন, প্রত্যেকবার উত্থান-পতনের সঙ্গে আমার সঙ্গে থেকেছেন। আপনারা আমার সঙ্গে স্বপ্ন দেখেছেন। তাই, খুব আনন্দের সঙ্গে আমার এই পুরস্কার আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। 


প্রসঙ্গত, আন্তর্জাতিক স্তরে সক্রিয় ফুটবলারদের মধ্যে এই মুহূর্তে ৮০টি গোল নিয়ে লিওনেল মেসির সঙ্গে দ্বিতীয় স্থানে রয়েছেন সুনীল। এই তালিকায় প্রথমে রয়েছেন- রোনাল্ডো। যাঁর গোলসংখ্যা ১১৫। এর আগে সুনীলকে পদ্মশ্রী ও অর্জুন পুরস্কার দেওয়া হয়েছিল। 


আজ ক্রীড়াক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে সম্মানিত করা হয়েছে সুনীল ছেত্রী সহ ১২ জনকে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁদের পুরস্কৃত করেন। 


এই তালিকায় আর রয়েছেন- টোকিও অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগীর রবি কুমার দাহিয়া, বক্সার লভলিনা বর্গোহাঁই, ভারতের পুরুষদের হকি দলের অধিনায়ক মনপ্রীত সিংহ, পুরুষ হকি দলের গোলকিপার পি আর শ্রীজেশ, প্যারা অ্য়াথলিট অবনী লেখারা, প্যারা অ্যাথলিট সুমিত আন্টিল, প্যারা অ্যাথলিট প্রমোদ ভগৎ, প্যারা অ্যাথলিট কৃষ্ণা নাগর, ক্রিকেটার মিতালি রাজ এবং সোনাজয়ী নীরজ চোপড়া।