মায়ামি: মার্কিন মুলুকে পা রাখা ইস্তক স্বপ্নের দৌড় চলছে লিওনেল মেসির (Lionel Messi)। ভারতীয় সময় সোমবার ভোরের ম্যাচে এফসি ডালাসকে টাইব্রেকারে হারিয়ে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ইন্টার মায়ামি (Inter Miami)।
ম্যাচের নির্ধারিত সময় ৪-৪ গোলে শেষ হয়। টাইব্রেকারে ৫-৩ গোলে জেতে ইন্টার মায়ামি। তবে ম্যাচের মূল আকর্ষণ লিওনেল মেসি। যিনি অবিশ্বাস্য ছন্দে রয়েছেন। নির্ধারিত সময়ে জোড়া গোল করলেন। যার মধ্যে ফ্রি কিক থেকে অনবদ্য গোল করে তিনিই ৪-৩ পিছিয়ে পড়া দলকে সমতায় ফেরান। মেসির বাঁ পায়ের জাদুতে মুগ্ধ ফুটবল বিশ্ব। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে মেসির ফ্রি কিক থেকে গোল করার ভিডিও।
সোমবার লিগস কাপের শেষ ষোলোতে মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি ও এফসি ডালাস। ম্যাচটি নির্ধারিত সময়ে ৪-৪ গোলে ড্র হয়। যেখানে সমতা ফেরানোর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মেসির। একটি ফিল্ড গোল করেন। দ্বিতীয় গোলটি ফ্রি কিক থেকে। এরপরে টাইব্রেকারেও গকোল করেন তিনি। ম্যাচ জিতে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেল ইন্টার মায়ামি।
আগামী ১১ অগাস্ট লিগস কাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে ইন্টার মায়ামি। প্রতিপক্ষ ককারা, তা এখনও নির্ধারিত হয়নি। এ দিকে মেসির ম্যাজিকে ইন্টার মায়ামির জয়রথ যেভাবে ছুটে চলেছে, তাতে আপাতত সেমিফাইনাল ও ফাইনালের দিকে চোখ রয়েছে মার্কিন ক্লাবটির। মেসিও দলে যোগ দিয়েই ট্রফি দিতে মরিয়া থাকবেন, বলাই বাহুল্য।
শেষ ষোলোয় ডালাসের বিপক্ষে মায়ামির হয়ে জোড়া গোল করেন মেসি। তাতে টানা তিন ম্যাচে ক্লাবের হয়ে জোড়া গোলের মাইলফলক স্পর্শ করেন এলএমটেন। এই মুহূর্তে চলতি মরশুমে লিগস কাপের সর্বোচ্চ গোলদাতার খাতায় নাম লিখিয়েছেন লিওনেল মেসি। ৪ ম্যাচ শেষে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ৭। ১টি গোলে তিনি সহায়তা করেছেন।
আরও পড়ুন: Rahul Dravid: ক্রিকেটের কিংবদন্তি, সময় পেলেই বসে যান জয়-বীরু-গব্বরের শোলে দেখতে
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন