মুম্বই: ২০২৩ এর ক্রীড়াক্ষেত্রে সারা বিশ্ব বিভিন্ন স্মরণীয় মুহূর্তের সাক্ষী থেকেছেন। ভারতীয় ক্রীড়াপ্রেমী মানুষরাও তার ব্যতিক্রম হননি। তবে গত বছর ভারতীয় ক্রিকেট প্রেমীদের যেমন হতাশাই বেশি সঙ্গী হয়েছে। টেস্টে চ্যাম্পিয়নশিপ (Test Championship) ফাইনাল হোক বা ওয়ান ডে বিশ্বকাপ (One Day World Cup) ফাইনাল। তীরে এসে বারবার তরী ডুবেছে। নতুন বছরের শুরুতেই এবার দেখে নেওয়া যাক সারা বছর কোন কোন খেলার ইভেন্ট রয়েছে -
এই বছরের শুরুতেই টেনিস কোর্টে কামব্যাক করতে চলেছেন রাফায়েল নাদাল। ব্রিসবেন ইন্টারন্যাশনালের মাধ্যমে টেনিস কোর্টে নামতে চলেছেন স্প্যানিশ সুপারস্টার। অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতি হিসেবে খেলবেন নাদাল। মার্চের শুরু থেকে আইপিএল রয়েছে। যার মিনি নিলাম গত বছর ডিসেম্বরে দুবাইয়ে আয়োজিত হয়ে গিয়েছে। এছাড়া পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে জুন মাসের ৪-৩০ পর্যন্ত। ইংল্য়ান্ড ভারত সফরে আসছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে। সেই সিরিজ আয়োজিত হবে জানুয়ারির ২৪ থেকে মার্চের ১১ তারিখ পর্যন্ত। মহিলাদের ক্রিকেটে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে সেপ্টেম্বরে। বাংলাদেশের মাটিতে আয়োজিত হবে এই টুর্নামেন্ট। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ রয়েছে। জানুয়ারির ১৯ তারিখ থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।
জানুয়ারির ১২ তারিখ থেকে এএফসি এশিয়ান কাপের ম্যাচ রয়েছে। সুনীল ছেত্রীর নেতৃত্বে টুর্নামেন্টে খেলতে নামবে ভারতীয় ফুটবল দল। প্যারিস অলিম্পিক্স রয়েছে এই বছর। ২৬ জুলাই থেকে ১১ অগাস্ট পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। প্যারিসেই প্যারালিম্পিক্স হবে। ২৮ অগাস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্ট। বছরের শেষে হওয়ার কথা বর্ডার -গাওস্কর ট্রফি। অস্ট্রেলিয়ার মাটিতে হতে পারে এই টেস্ট সিরিজ।
ইউয়েফা ইউরো রয়েছে চলতি বছর। জার্মানি এবারের আয়োজক। আগামী ১৪ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত চলবে টুর্নামেন্ট। কোপা আমেরিকাও রয়েছে। জুনের ২০ তারিখ থেকে ১৪ জুলাই পর্যন্ত চলবে কোপা আমেরিকার আসর। এছাড়াও প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরি এ ও চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ রয়েছে।
টেনিসে চারটি গ্র্যান্ডস্লামের মধ্যে প্রথমটি অস্ট্রেলিয়ান ওপেন। সেটি হবে আগামী ১৪ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত। এরপর ফরাসি ওপেন রয়েছে আগামী ২৬ মে থেকে ৯ জুন পর্য়ন্ত। উইম্বলডন রয়েছে আগামী ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত। যুক্তরাষ্ট্র ওপেন শুরু হবে ২৬ অগাস্ট থেকে। শেষ ৮ সেপ্টেম্বর।