চন্ডীগড়: আগামীদিনে অলিম্পিক্সের মতো একাধিক ক্রীড়ার আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভাল ফল করতে ক্রীড়ামন্ত্রী করা হোক রাজ্যবর্ধন সিংহ রাঠোরকে। প্রস্তাব দিলেন মিলখা সিংহ। ‘উড়ন্ত শিখ’ শিরোপা পাওয়া এককালের দেশসেরা অ্যাথলেট বলেছেন, আমার প্রস্তাব দেশের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব দেওয়া হোক রাজ্যবর্ধন সিংহ রাঠোরকে। যথেষ্ট অর্থের সংস্থান, প্রয়োজনীয় সম্পদের ব্যবস্থা করতে হবে। বিভিন্ন খেলার নামী ব্যক্তিদের নানা খেলার মূল দায়িত্বে বসাতে হবে। দেশের জন্য পদক আনতে যাবতীয় সমর্থন, সহায়তা দিতে হবে তাঁদের। ভারতে মেধা আছে প্রচুর। সঠিক প্রয়াস নেওয়া হলে সাফল্য আসবেই, আমার দৃঢ় বিশ্বাস।


রিও অলিম্পিকে পি ভি সিন্ধু, সাক্ষী মালিক, দীপা কর্মকার—ত্রয়ীর সাফল্যে উচ্ছ্বসিত মিলখা বলেন, মেডেল নিয়ে পি ভি সিন্ধু, সাক্ষী মালিক যখন জাতীয় পতাকা কাঁধে তুলে নিল, চোখে জল এসে গিয়েছিল। সিন্ধু, ওর বাবা-মা, কোচ গোপীচাঁদকে চমকপ্রদ সাফল্যের জন্য অভিনন্দন। বাহবা দিচ্ছি সাক্ষী মালিক, দীপা কর্মকার, ওদের বাবা-মা, কোচেদেরও। তাঁদের বলিদান, কঠিন লড়াই, পরিশ্রম, জেদ, অধ্যবসায়ের জন্য। ভারতীয়রা দারুণ ফল দেখাতে পারে। ছেলেদের কাছেও এই সাফল্য অনুপ্রেরণা হতে পারে। তোমরা মেয়েরা ভারতকে গর্বিত করেছে। তোমাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকব।