নয়াদিল্লি : অপেক্ষা আর কয়েকদিনের । বহু প্রতীক্ষিত ২২ জানুয়ারির অপেক্ষায় রামজন্মভূমি। রাজসূয় যজ্ঞের মতোই চলছে আয়োজন। অযোধ্যায়  রাম মন্দিরের উদ্বোধনের জন্য প্রস্তুতি  চলছেপুরোদমে। প্রস্তুত ভগবান রামের পাদুকা জোড়াও। আপাতত তা দর্শনের জন্য রাখা এসজি হাইওয়ের তিরুপতি বালাজি মন্দিরে। 


এই পাদুকা তৈরি করেছেন হায়দরাবাদের শ্রী চল্লা শ্রীনিবাস শাস্ত্রী। পাদুকা তৈরিতে লেগেছে ১ কেজি সোনা ও ৭ কেজি রুপো। এ ছাড়া পাদুকাটিতে জ্বলজ্বল করছে মূল্যবান রত্ন। এখন ভক্তরা এই পাদুকা যুগল দর্শন করতে পারবেন। এর আগে রবিবার তা রামেশ্বরধাম থেকে আহমেদাবাদে আনা হয়। 


কবে অযোধ্যায় নিয়ে আসা হবে এই পাদুকাযুগল


আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম লাল্লার অভিষেক অনুষ্ঠানে সারা দেশ থেকে আসছেন স্বনামধন্য় বক্তিরা। তার আগে ১৯ জানুয়ারি অযোধ্যায় আনা হবে শ্রীরামের চরণ পাদুকাযুগল। এই পাদুকা হাতে নিয়ে, শ্রী চল্লা শ্রীনিবাস ৪১ দিন ধরে অযোধ্যায় নির্মাণাধীন মন্দির প্রদক্ষিণ করেছিলেন। 


কেমন আয়োজন সেদিন?


অস্থায়ী মন্দির থেকে নতুন রামমন্দিরে রামলালার মূর্তি নিয়ে যাবেন নরেন্দ্র মোদি! এই উৎসবের জন্য, ট্রাস্ট আড়াই হাজার অতিথিদের একটি তালিকাও প্রস্তুত করেছে, যাঁদের রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এ ছাড়া অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে চার হাজার সাধুকেও। ২৩ জানুয়ারি থেকে সাধারণ ভক্তদের জন্য মন্দির খুলে দেওয়া হবে।                

আরও পড়ুন :


ফিরল করোনা, ১ দিনে দেশে ৫মৃত্যু, সতর্ক করল WHO-ও


ভক্তদের কাছে মন্দির কর্তৃপক্ষের আবেদন 


মূল অনুষ্ঠানের এক সপ্তাহ আগে ১৬ জানুয়ারি থেকে অভিষেক অনুষ্ঠানের জন্য বৈদিক আচার শুরু হবে। রাম মন্দির ট্রাস্টের সেক্রেটারি চম্পত রাই অযোধ্যায় ভিড় এড়াতে ভক্তদের যে-যার নিজের শহর বা এলাকায় স্থানীয় মন্দিরে গিয়ে অনুষ্ঠানটি উদযাপন করতে অনুরোধ করেছেন। চম্পত রাই জানান,  ২২ জানুয়ারি অযোধ্যায় না এসে বরং স্থানীয় ধর্মস্থানে রামলাল্লাকে স্মরণ করতে । নিকটতম মন্দির ছোট হোক বা বড়, সেখানেই যেন শাল প্রাংশু মহাভূজ রথীর আরাধনা করেন ভক্তরা, এমনটাই আবেদন ট্রাস্টের।   


আডবাণী-জোশিকে যোগ না দেওয়ার অনুরোধ, রাম মন্দিরের উদ্বোধনীতে আমন্ত্রিত তালিকায় কারা ? 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে