কুয়ালা লামপুর: অলিম্পিক্সের পর থেকেই কেমন যেন ছন্দহীন তিনি। মালয়েশিয়া ওপেন থেকে হতাশাজনক ভাবে ছিটকে গিয়েছিলেন। তবে মালয়েশিয়া মাস্টার্সে জয় দিয়েই শুরু করলেন পিভি সিন্ধু (PV Sindhu)। প্রথম রাউন্ডেই হারালেন চিনের হে বিং জিয়াওকে। ইন্দোনেশিয়া ওপেনে হারের বদলা মালয়েশিয়া মাস্টার্সে নিলেন সিন্ধু। তবে প্রথম রাউন্ড থেকে হেরে বিদায় নিলেন সাইনা নেহওয়াল (Saina Nehwal)। খারাপ ফর্ম যেন তাঁর পিছু ছাড়ছে না।


বিং জিয়াওর কাছে হেরে গত ইন্দোনেশিয়া ওপেন সুপার ১০০০ টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছিল সিন্ধুকে। এ বার তার শোধ তুললেন। প্রথম রাউন্ডে জিয়াওকে হারাতে এক ঘণ্টা সময় নেন সিন্ধু। সপ্তম বাছাই সিন্ধু এক ঘণ্টার লড়াইয়ে ২১-১৩, ১৭-২১, ২১-১৫-তে হারান বিং জিয়াওকে।


সিন্ধু জিতলেও হেরে ছিটকে গেলেন সাইনা নেহওয়াল। দক্ষিণ কোরিয়ার কিম গা ইয়ুনের বিরুদ্ধে প্রথম গেম জেতার পরেও ম্যাচ জিততে পারলেন না সাইনা। খেলার ফল সাইনার বিপক্ষে ২১-১৭, ১৭-২১, ১৪-২১।


 






ভারতের পুরুষ শাটলাররাও দুর্দান্ত ছন্দে রয়েছেন। প্রথম রাউন্ডে ২১-১৯, ২১-১৪ স্ট্রেট গেমে জিতেছেন এইচ এস প্রণয়। দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গিয়েছেন বি সাই প্রণীত ও পারুপল্লি কাশ্যপ। আধ ঘণ্টার লড়াইয়ে গুয়াতেমালার কেভিন গর্ডনকে ২১-৮, ২১-৯ গেমে হারিয়েছেন প্রণীত।


আরও পড়ুন: চেন্নাই, কেরলকে টেক্কা! ধোনির জন্মদিনে ৪১ ফুট কাট আউট, সঙ্গে বাইক র‍্যালি