কলকাতা: খেলেন চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings)। তবে শুধু চেন্নাই নয়, গোটা দক্ষিণ ভারতেই তিনি 'থালা'। সেই মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) জন্মদিনে দক্ষিণ ভারতের তিন রাজ্যের মধ্যে জোর টক্কর।


লড়াইয়ের বিষয়, কারা ধোনির সবচেয়ে বড় কাট আউট তৈরির রেকর্ড দখল করবে। তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে ধোনির ৩০ ফিট উচ্চতার কাট আউট তৈরি হয়েছিল ২০১৮ সালে। সেই রেকর্ড সেই বছরই ভেঙে যায় কেরলের কাছে। সেখানে তৈরি করা হয়েছিল ৩৫ ফিট উচ্চতার কাট আউট। তবে মহেন্দ্র সিংহ ধোনির সবচেয়ে বড় কাট আউটের রেকর্ড এবার দখল করতে চলেছে অন্ধ্র প্রদেশের বিজয়ওয়াড়া। সেখানে তৈরি হয়েছে ধোনির ৪১ ফিট উচ্চতার কাট আউট।


কেন ৪১ ফিট দীর্ঘ কাট আউট বসানোর পরিকল্পনা? বিজয়ওয়াড়া থেকে মোবাইল ফোনে ধোনি ফ্যান ক্লাবের অন্যতম সদস্য পি সাগর এবিপি লাইভকে বললেন, 'বৃহস্পতিবার ৪১ বছর পূর্ণ করছেন মাহি স্যার। তাই আমরা বিজয়ওয়াড়ার নন্দীগামাতে ৪১ ফিট লম্বা কাট আউট তৈরি করেছি। ছবিও বেছে নেওয়া হয়েছে মাহি স্যারের বিশেষ একটি শটের। ভারত হোক বা চেন্নাই সুপার কিংস, দলকে প্রচুর ম্যাচ জিতিয়েছেন উনি। তবে যদি বলেন ধোনি স্যারের সবচেয়ে জনপ্রিয় শট কোনটা? সকলেই বলবেন ২০১১ বিশ্বকাপের ফাইনালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার পেসার নুয়ান কুলশেখরাকে মারা উইনিং স্ট্রোক। বিখ্যাত সেই ছক্কা মারার মুহূর্তই আমরা কাট আউটে ধরতে চেয়েছি। ৭ জুলাই, ধোনি স্যারের জন্মদিন ওই বিশাল কাট আউটের উন্মোচন হবে।'




ধোনি নিজে এখন রয়েছেন লন্ডনে। ছুটি কাটাচ্ছেন। তাঁর অন্যান্য জন্মদিনে রাঁচির বাড়িতে ভক্তদের ভিড় জমে। বা মুম্বইয়ে থাকলে সেখানেও শুভেচ্ছাবার্তা নিয়ে হাজির হয়ে যান অনুরাগীরা। কিন্তু এবার সেই সুযোগ নেই। তাই ধোনি-ভক্তরা নিজেদের মতো করেই তাঁর ৪১তম জন্মদিন উদযাপনের পরিকল্পনা করেছেন।


তবে শুধু কাট আউট নয়। বিজয়ওয়াড়াতে হচ্ছে বাইক র‍্যালি। ধোনির বাইক প্রেম সর্বজনবিদিত। তাঁকে সম্মান জানাতেই হবে বাইক র‍্যালি। পি সাগর বলছেন, 'ধোনি স্যারের বাইক প্রীতির কথা সকলেই জানি। তাই আমরাও ওঁর জন্মদিনে বাইক র‍্যালির আয়োজন করেছি।' যোগ করলেন, 'কেক কাটাও হবে। সঙ্গে এলাকার দুঃস্থ বাচ্চাদের পোশাক ও উপহার দেওয়া হবে। মিষ্টি বিতরণ করা হবে।'


সব মিলিয়ে ধোনির জন্মদিনের কয়েকদিন আগে থেকেই অন্ধ্রপ্রদেশের 'থালা' ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। এখন শুধু রাত পোহানোর অপেক্ষা।


আরও পড়ুন: বিশ্রামে রোহিত-কোহলি, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অধিনায়ক কে, জানিয়ে দিল বিসিসিআই