কুয়ালালামপুর: মালয়েশিয়া ওপেনে জয় দিয়ে অভিযান শুরু করলেন এইচ এস প্রণয়। স্থানীয় ব্যাডমিন্টন তারকা ড্যারেন লিউয়ের বিরুদ্ধে তিন গেমের লড়াই শেষে জয় ছিনিয়ে নেন প্রণয়। দ্বিতীয় রাউন্ডে ওঠার পথে ৬২ মিনিটের লড়াই শেষে বাজিমাত করেছেন প্রণয় (H S Prannoy)। খেলার ফল প্রণয়ের পক্ষে ২১-১৪, ১৭-২১, ২১-১৮। কিছুদিন আগেই ইন্দোনেশিয়া ওপেনে সেমিফাইনালে পৌঁছেছিলেন। কিন্তু এবার মালয়েশিয়া ওপেনে (Malaysia Open) খেতাবের লক্ষ্যে নামছেন প্রণয়।


প্রণয় দ্বিতীয় রাউন্ডে, ছিটকে গেলেন প্রণীথ, সমীররা


প্রণয় যেখানে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন, সেখানে ছিটকে গিয়েছেন সাই প্রণীথ ও সমীর ভার্মা। বিশ্ব ক্রমতালিকায় ৬ নম্বর স্থানে থাকা অ্যান্টনি সিনিসুকার বিরুদ্ধে হেরে গেলেন প্রণীথ। অন্যদিকে সমীর বিশ্বের ৮ নম্বর জোনাথন ক্রিস্টির বিরুদ্ধে হেরে যান। ৩০ বছরের প্রণীথ এই মুহূর্তে বিশ্ব ক্রমতালিকায় ১৯ নম্বর স্থানে রয়েছেন। ৫০ মিনিটের লড়াই শেষে তিনি হেরে যান ১৫-২১, ২১-১৯, ৯-২১ ব্যবধানে।


 






এর আগে টমাস কাপ জিতেছিলেন প্রণয়রা


ব্যাডমিন্টনে ইতিহাস। টমাস কাপ জিতে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হল ভারত। ইন্দোনেশিয়াকে ৩-০ গেমে উড়িয়ে দিলেন লক্ষ্য সেন, শ্রীকান্ত, চিরাগরা। অভিনন্দন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর। আকাশ ছুঁল ১৩৫ কোটির স্বপ্ন। ভারতীয় ব্যাডমিন্টনের ইতিহাসে নতুন মাইলফলক| ৭৩ বছরের ইতিহাসে প্রথমবার ঐতিহ্যশালী টমাস কাপ জয় ভারতের।  ইন্দোনেশিয়াকে দাপটের সঙ্গে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। প্রকাশ পাডুকোন, পুল্লেলা গোপীচাঁদরা  যা করে উঠতে পারেননি, এদিন সেই ইতিহাস ছুঁলেন লক্ষ্য সেন, কিদম্বি শ্রীকান্তরা। ১৪ বারের চ্যাম্পিয়ন শক্তিশালী ইন্দোনেশিয়ার সামনে দাঁড়িয়েও জয়ের জেদটা ছাড়েননি। ৫ ম্যাচের টাইয়ে ৩-০ তে বাজিমাত। জিনটিংয়ের বিরুদ্ধে প্রথম গেমে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন লক্ষ্য সেনের।