সেরা গোলের জন্য পুসকাস পুরস্কার দেয় ফিফা। এবার সেরা গোলের দৌড়ে ছিল কোপা আমেরিকার সেমি-ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফ্রি-কিক থেকে করা মেসির অসামান্য গোল এবং লা লিগায় ভিলারিয়ালের বিরুদ্ধে নেইমারের ফ্লিক ও ভলিতে করা গোল। কিন্তু সেই গোলগুলি সেরা তিন গোলের তালিকায় ঠাঁই পায়নি। সুব্রির পাশাপাশি ব্রাজিলের মার্লন এবং ভেনেজুয়েলার মহিলা ফুটবলার স্টেফানি রোখের গোল সেরা তিনের তালিকায় রয়েছে। আগামী ৯ জানুয়ারি পুরস্কার প্রদান করা হবে।
মেসি, নেইমারকে টপকে তাঁর গোল সেরা গোলের তালিকায় স্থান পাওয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত সুব্রি। তিনি বলেছেন, ‘এই সম্মান আমাকে আরও ভাল খেলার উৎসাহ দেবে। আমি আরও ভাল পারফরম্যান্স দেখানোর অনুপ্রেরণা পাব। চিন, ভারত, মালয়েশিয়ার ফুটবলপ্রেমীরা আমাকে ভোট দিয়েছেন। ফুটবলই সব দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে।’ এখন ৯ জানুয়ারির অপেক্ষায় সুব্রি।
দেখুন, সুব্রির সেই চোখধাঁধানো গোল