মোনাকো: আন্তর্জাতিক অ্যাথলেটিক্স সংস্থার বিচারে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে বর্ষসেরা পুরুষ অ্যাথলিট নির্বাচিত হলেন উসেইন বোল্ট। ষষ্ঠবার এই পুরস্কার পেলেন বোল্ট। মহিলাদের বর্ষসেরা হয়েছেন ইথিওপিয়ার আলমাজ আয়ানা।


সারা বিশ্বের অ্যাথলিট, কোচ, সাংবাদিকদের ভোট এবং অনলাইন ভোটিংয়ের মাধ্যমে বর্ষসেরা অ্যাথলিট নির্বাচন হয়েছে। ২০০৮ ও ২০১২ অলিম্পিকের মতোই রিও অলিম্পিকেও ১০০ মিটার, ২০০ মিটার এবং ৪x১০০ মিটার দৌড়ে সোনা জিতেছেন বোল্ট। ফলে অন্য কোনও অ্যাথলিটকে বর্ষসেরা ভাবা যায়নি। অন্যদিকে, আয়ানা রিও অলিম্পিকে ১০ হাজার মিটার দৌড়ে বিশ্বরেকর্ড করেছেন। সেই কারণেই তিনি বর্ষসেরা নির্বাচিত হলেন।

বর্ষসেরার পুরস্কার পেয়েই অবশ্য ভক্তদের জন্য খারাপ খবর দিয়েছেন বোল্ট। তিনি জানিয়ে দিয়েছেন, অবসর নেওয়ার আগে শেষ মরশুমে আর ২০০ মিটারে দৌড়বেন না। কারণ, তাঁর পক্ষে আর ১৯ সেকেন্ডের কম সময়ে ২০০ মিটার দৌড়নো সম্ভব নয়। সেই কারণে তিনি এবার শুধু ১০০ মিটারে দৌড়বেন। ২০২০ টোকিও অলিম্পিকে যোগ দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন ৩০ বছর বয়সি এই অ্যাথলিট। তাঁর মতে, অ্যাথলেটিক্স থেকে তাঁর আর কিছু পাওয়ার নেই। সেই কারণে তিনি অবসরের সিদ্ধান্ত বদলাবেন না।