আশাবুল হোসেন, মাদ্রিদ: বর্তমানে স্পেন সফরে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলায় লগ্নি টানতেই মূলত তাঁর এই স্পেন সফরে। তাঁর সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly) রয়েছেন এই সফরে। তবে লগ্নির পাশাপাশি বাংলার ফুটবলের উন্নতি সাধনেও ব্রত মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই লা লিগার কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেই মউ অনুযায়ী বাংলায় অ্যাকাডেমি গড়া হবে লা লিগার তরফে। 


এই চুক্তির স্বাক্ষরিত হওয়ার পর এবার রিয়াল মাদ্রিদের (Real Madrid) স্টেডিয়াম সান্তিয়াগো বার্নাবেউ স্টেডিয়ামে (Santiago Bernabeu) গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায়। বিশ্ববিখ্যাত সেই স্টেডিয়াম পরিদর্শনের পর এবিপি আনন্দকে একান্ত সাক্ষাৎকারও দেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'বাংলার রক্তে, মাটিতে, ঘাসে মিশে আছে ফুটবল, ক্রিকেটের মতো খেলাগুলি। তবে আমরা সবসময় বলি সব খেলার সেরা বাংলার ফুটবল। বিশ্বকাপের সময় গোটা বাংলা মেসি, রোনাল্ডোদের খেলা দেখে। পেলে তো বহুবার বাংলায় এসেছেন। আমাদের সল্টলেক স্টেডিয়ামও কিন্তু বেশ বড়। আমরা  মূলত এখানকার পরিকাঠামোটা দেখতেই এসেছিলাম। ওদের ফুটবলের বাণিজ্যিক দিকটাও দেখলাম। আশা করছি ভবিষ্যতে আমরা এর থেকে শিক্ষা নিয়ে, বাংলার ফুটবলের উন্নতি করতে পারব।'


মুখ্যমন্ত্রী জানান লা লিগার সঙ্গে মউ স্বাক্ষরিত হওয়ার পর বাংলায় অ্যাকাডেমি গড়া নিশ্চিত। দেশে ফিরেই তিনি এই বিষয়ে সকলের সঙ্গে আলোচনায় বসবেন এবং যত দ্রুত সম্ভব অ্যাকাডেমি গড়ার জন্য জায়গা বাছাই করবেন তিনি। গোটা স্পেন সফরেই মুখ্যমন্ত্রীর বিভিন্ন বৈঠক, আলোচনাসভায় তাঁর পাশে সৌরভকে দেখা গিয়েছে। বার্নাবেউ স্টেডিয়াম পরিদর্শনেও তাঁর সঙ্গে ছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। প্রায় ঘণ্টাখানেক বার্নাবেউতে ছিলেন মমতা, সৌরভরা। রিয়াল মাদ্রিদের ট্রফি ক্যাবিনেট দর্শন থেকে ক্লাবের ফুটবল পরিকাঠামোও খুটিয়ে দেখেন তাঁরা।


প্রসঙ্গত, এর আগেও মাদ্রিদের রাস্তায় সকালে শরীরচর্চা করতে দৌড়তে দেখা গিয়েছিল মমতা বন্দোপাধ্যায়কে। আজও তাঁর অন্যথা হল না। সাতসকালে ফের মাদ্রিদের রাস্তায় জগিংয়ে বেরোন বাংলার মুখ্যমন্ত্রী। বরাবরের মতো শনিবারও শাড়ি, হাওয়াই চটি এবং শাল গায়েই মাদ্রিদে শরীরচর্চা সারলেন তিনি।


সপ্তাহান্তে ছুটির মেজাজ স্পেনের রাজধানীতে। সাইকেল, স্কেটিং বোর্ড নিয়ে সকাল সকালই তাই বেরিয়ে পড়েন বহু মানুষ। রাস্তায় নেমে হাঁটাহাঁটির পাশাপাশি দৌড়তেও দেখা যায় স্থানীয় বাসিন্দাদের। ছুটির মেজাজে খোশগল্পও সারছিলেন তাঁরা। সেই আবহে এদিন সকালে আবারও মাদ্রিদের রাস্তায় নামেন মমতা। স্থানীয়দের সঙ্গে তিনি আলাপচারিতাও সারেন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ইউরোপে নজর কেড়েছেন, এশিয়ান গেমসেও ভারতীয় ফুটবলকে স্বপ্ন দেখাচ্ছেন মণীষা