মেরঠ: অলিম্পিকে ব্রোঞ্জজয়ী কুস্তিগীর সাক্ষী মালিকের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগে ধৃত এক যুবক।
পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম নাদিম নম্বরদর। সোশ্যাল মিডিয়ায় সাক্ষীর ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করায় ওই যুবকের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা রুজু হয়েছে। তদন্ত শুরু করেছে সাইবার সেল। ঘটনার পর থেকেই পলাতক ওই যুবক।
নম্বরদরের ফেসবুক প্রোফাইলে লেখা রয়েছে, সে সমাজবাদী পার্টির কর্মী। যদিও পার্টির জেলা ইউনিটের প্রধান জইভর সিংহ জানিয়েছেন, অভিযুক্তর সঙ্গে পার্টির কোনও যোগাযোগই নেই।