ওল্ড ট্র্যফোর্ডে পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক, বাতিল ম্যান ইউ ম্যাচ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 May 2016 04:47 PM (IST)
লন্ডন: ইপিএল-এ বোমাতঙ্ক। রবিবার ম্যান ইউ তাদের ঘরের মাঠ ওল্ড ট্র্যফোর্ডে ইপিএল-এর চলতি মরশুমের শেষ ম্যাচ খেলতে নেমেছিল বর্নমাউথের বিরুদ্ধে। খেলা শুরুর আগে স্টেডিয়ামের স্ট্যান্ডগুলির চেকিংয়ের সময়ই স্যার অ্যালেক্স ফার্গুসন স্ট্যান্ডে একটি পরিত্যক্ত প্যাকেট পাওয়া যায়। সঙ্গে সঙ্গে অপারেশন রেড কোড জারি করা হয় স্টেডিয়ামে। কর্তব্যরত পুলিশ মাঠে উপস্থিত দর্শক এবং খেলোয়ারদের স্টেডিয়াম থেকে বের করে দেন। এরপর ম্যান ইউয়ের তরফ থেকে জানানো হয় পুলিশের নির্দেশে আজকের ম্যাচ স্থগিত করা হয়েছে। কতৃপক্ষের তরফ থেকে এই ম্যাচের পরবর্তী তারিখ খুব শীঘ্রই ঘোষণা করা হবে বলে জাননো হয়।