নয়াদিল্লি: অনিল কুম্বলে বিতর্কে এবার ভারতীয় দলের প্রশাসনিক ম্যানেজার কপিল মালহোত্রকে পাশে পেলেন বিরাট কোহলি। কুম্বলের সঙ্গে বিরাটের বিরোধ প্রসঙ্গে রিপোর্ট দিতে বলা হয়েছিল মালহোত্রকে। তাঁর রিপোর্টে এমন কোনও ঘটনার কথা উল্লেখ করা হয়নি, যাতে প্রমাণ হয় কুম্বলের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন বা ড্রেসিংরুমের পরিবেশ নষ্ট করেছেন বিরাট।


নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্তা বলেছেন, ‘কপিল মালহোত্র তাঁর রিপোর্ট দিয়েছেন। এই রিপোর্টে এমন কিছু বলা হয়নি যাতে বলা যায়, অধিনায়ক বিরাট কোহলি কোচের প্রতি রূঢ় আচরণ করেছেন বা শৃঙ্খলাভঙ্গ করেছেন।’ এই কর্তাকে প্রশ্ন করা হয়, ভারতীয় দলের কোচ ও অধিনায়কের মধ্যে ৬ মাস কথা হয়নি বলে যে কথা শোনা যাচ্ছিল, সে বিষয়ে ম্যানেজারের রিপোর্টে কী বলা হয়েছে? এই প্রশ্নের জবাবে ওই বিসিসিআই কর্তা বলেছেন, ‘ড্রেসিংরুমের পরিবেশ বা দলের মনোবল নষ্ট হয়েছে কি না, এমন কোনও ঘটনার কথা উল্লেখ করতে বলা হয়েছিল ম্যানেজারকে। তাঁর রিপোর্টে সেরকম কোনও ঘটনার উল্লেখ নেই।’

মালহোত্রর পাশাপাশি ঘরের মাঠে ১৩টি টেস্টে ভারতীয় দলের প্রশাসনিক ম্যানেজার অনিল পটেলের কাছ থেকেও রিপোর্ট চেয়েছিল বিসিসিআই। তাঁর রিপোর্টের বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি। মালহোত্র এখন ভারতীয় দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন। ভারতীয় দলের ম্যানেজার হিসেবে এটাই তাঁর শেষ সিরিজ। ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতের প্রশাসনিক ম্যানেজার হিসেবে যাওয়ার কথা ছিল মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থার মিলিন্দ কানমাদিকারের। কিন্তু বিসিসিআই-এর প্রশাসনিক কমিটি মালহোত্রকেই ওয়েস্ট ইন্ডিজে পাঠানোর সিদ্ধান্ত নেয়। তবে এরপর থেকে রাজ্য সংস্থাগুলির কোনও একজন কর্তাকে ভারতীয় দলের ম্যানেজার করে পাঠানোর বদলে স্থায়ী ম্যানেজার হিসেবে কাউকে নিয়োগ করার কথা ভাবছে বিসিসিআই।