লন্ডন: ক্লাব ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হল ম্যানচেস্টার সিটি। পেপ গুয়ার্দিওয়ালার কোচিংয়ে  খেতাব ঘরে তুল্য ইংল্যান্ডের এই ফুটবল ক্লাবটি।  লাতিন আমেরিকা ক্লাব ফ্লুমিনেন্স কে ৪-০ গোলের ব্যবধানে হারিয়ে খেতাব জিতল সিটি। এই ক্লাবটির জার্সি রং ভারতের মোহনবাগান ক্লাবের মত। একেবারে সবুজ মেরুন রং।  ক্লাব বিশ্বকাপের ফাইনালে ম্যাচে প্রতিপক্ষ দলকে একপেশি লড়াইয়ে হারিয়ে দিল তারা। যদিও পেপ গুয়ার্দিওয়ালা এর আগে আরও তিনবার এই ট্রফি জয়ের স্বাদ পেয়েছিলেন। কোচ হিসেবে সবাইকে ছাড়িয়ে সে সংখ্যাকে চারে নিয়ে গেলেন তিনি। পেপ এর আগে বার্সেলোনা ও বায়ার্নের হয়ে ক্লাব বিশ্বকাপ জিতেছিলেন। এবার ম্যান সিটির কোচ হিসেবে জিতলেন। টপকে গেলেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলোত্তিকে। রেফারির বাঁশি বাজার ৪০ সেকেন্ডের মধ্যে সিটির পক্ষে আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেজের গোল। মূলত বল ক্লিয়ার করতে গিয়ে সিটির নাথান আকের পায়ে দিয়ে বসেন ফ্লুমিনেন্স ডিফেন্ডার মার্সেলো। যদিও প্রথমে সিটি ডিফেন্ডারের নেওয়া শট ঠেকিয়ে দেন ফ্লুমিনেন্স গোলরক্ষক ফ্যাবিও। পরে ফিরতি বল বুক দিয়ে ঠেলে জালে জড়ান আলভারেজ।


এরপর কিছুটা মরিয়া হয়ে উঠেছিল ফ্লুমিনেন্স। কিন্তু তাতে আরও একটি গোল হজম করতে হয় তাঁদের। এমনকী আত্মঘাতী গোল করে বসেন ফ্লুমিনেন্সের নিনো। ম্যাচে সমতা ফেরানোর আগে উল্টো নিজেদের জালেই বল জড়িয়ে বসে লাতিন আমেরিকার ক্লাব চ্যাম্পিয়নরা। তবে এতে অবশ্যই কৃতিত্ব আছে সিটি মিডফিল্ডার ফিল ফোডেনের। তার জোরালো গতির শট ফ্লুমিনেন্সের ডিফেন্ডার ও অধিনায়ক নিনো পা দিয়ে ফেরাতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে ফেলেন। 


 






প্রথমার্ধে ২-০ গোলেই খেলা শেষ হয়। দ্বিতীয়ার্ধে কিছুটা আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করলেও গোলমুখ খুলতে পারছিলেন না ফ্লুমিনেন্সের ফুটবলাররা। মাঝখান থেকে কাউন্টার অ্যাটাকে ৭২ ও ৮৮ মিনিটে আরও দুই গোল জড়ায় পেপের শিষ্যরা। প্রথমে ফোডেন, এরপর একেবারে শেষের দিকে নিজের দ্বিতীয় গোল করেন আলভারেজ। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি ফ্লুমিনেন্স। উল্লেখ্য, ইংল্যান্ডের ফুটবল ক্লাবগুলোর মধ্যে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, লিভারপুল ও চেলসি ক্লাব বিশ্বকাপ জিতেছে এর আগে। এবার ইংল্যান্ডের চতুর্থ দল হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন হল সিটি।