নয়াদিল্লি: ওমনিয়া নিকোসিয়ার বিরুদ্ধে একেবারে শেষ মুহূর্তের গোলে কোনওক্রমে নিজেদের ইউরোপা লিগের (UEFA Europa League) ম্যাচ জিতল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। গোলের সামনে প্রায় প্রাচীর তুলে দেওয়া নাইজিরিয়ার গোলকিপার ফ্রান্সিস উজুহুকে (Francis Uzoho) দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে পরাস্ত করতে সক্ষম হন স্কট ম্য়াকটমিনে।
অনবদ্য গোলকিপিং
এদিন ওল্ড ট্রাফোর্ড এক অনবদ্য পারফরম্যান্সের সাক্ষী হয়ে থাকল। নিজের প্রিয় দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধেই একের পর এক অনবদ্য সেভ করে ওমনিয়াকে শেষ পর্যন্ত ম্যাচে টিকিয়ে রেখেছিলেন উজুহু। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে মার্কাস রাশফোর্ড, কেউই কোনওভাবেই উজুহু 'প্রাচীর'কে ভেদই করতে পারছিলেন না। সাইপ্রাসের দলের হয়ে এদিন ১১টি শট বাঁচান উজুহু। তবে তাঁর স্মরণীয় এই পারফরম্যান্স সত্ত্বেও ৯৩ মিনিটে গোল হজম করে পরাজিতই হতে হল ওমনিয়াকে। পরিবর্ত হিসাবে মাঠে নামা জেডন স্য়াঞ্চোর পাস থেকে জয়সূচক গোলটি করে ম্যান ইউনাইটেড মিডফিল্ডার ম্য়াকটমিনে।
গত সপ্তাহেও ওমনিয়ার বিরুদ্ধে পিছিয়ে পড়েছিল ম্যান ইউনাইটেড। তবে শেষমেশ ২-১ গোলে ম্য়াচ জিততে সক্ষম হন রেড ডেভিলসরা। এই ম্যাচেও জয় পাওয়ায় তারা নয় পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থানেই রইল। গ্রুপে একে থাকা রিয়াল সোসিয়েদাদ এদিন শেরিফকে ৩-০ গোলে পরাজিত করেন। এই ম্যাচে ম্যান ইউনাইটেডের হয়ে শুরু থেকেই খেলতে দেখা যায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি গোল করার সুযোগও পান। তবে উজুহু তা প্রতিহত করে দেন। অপরদিকে, আরেক ইংল্য়ান্ডের ক্লাব আর্সেনালও নিজেদের ম্য়াচে জয় পেল।
আর্সেনালের জয়
নরওয়ের বোডো/গ্লিমটের বিরুদ্ধে ১-০ নিজেদের ম্যাচ জিতল গানার্সরা। সৌজন্যে দলের তরুণ তারকা বুকায়ো সাকা। ম্যাচের ২৪ মিনিটে সাম্বি লোকোঙ্গার পাস থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন সাকা। এই ম্য়াচ জিতে নয় পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপ শীর্ষে রয়েছে আর্সেনাল। গ্রপে দ্বিতীয় স্থানে থাকা পিএসভি এদিন জুরিখকে ৫-০ গোলে হারায়। রোমা ও রিয়াল বেটিসের ম্যাচ ১-১ গোলে ড্র হয়।
আরও পড়ুন: লেওয়ানডোস্কির গোলে রক্ষা পেল বার্সেলোনা, হ্য়াটট্রিক করে ইতিহাস গড়লেন সালাহ