নয়াদিল্লি: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) গ্রুপ পর্বের চতুর্থ রাউন্ডের দ্বিতীয় দিনে গোলের বন্যা বইল। বায়ার্ন মিউনিখ, লিভারপুল, নাপোলির মতো দলগুলি বড় ব্যবধানে নিজেদের ম্যাচে জয় পেল। পরিবর্ত হিসাবে নেমেও ইতিহাস গড়লেন মহম্মদ সালাহ (Mohammed Salah), অপরদিকে রবার্ট লেওয়ানডোস্কির জোড়া গোলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পরের রাউন্ডে পৌঁছনোর আশা বজায় থাকল এফসি বার্সেলোনার (FC Barcelona)।


লিভারপুল, নাপোলির বড় জয়


এদিনের প্রথম ম্যাচে আয়াক্সের বিরুদ্ধে মাঠে নামে নাপোলি। দুরন্ত ছন্দে থাকা ইতালির দল এই ম্যাচে জয় পেলেই পরবর্তী রাউন্ডে নিজেদের জায়গা পাকা করে ফেলত। ঠিক সেই কাজটাই করে দেখাল মারাদোনার প্রাক্তন দল। আয়াক্সকে ৪-২ গোলে হারাল নাপোলি। ম্যাচের চার মিনিটেই লোজানোর গোলে এগিয়ে যায় নাপোলি। ১৬ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন রাস্পাদোরি। দ্বিতীয়ার্ধের শুরুতেই আয়াক্সের হয়ে ক্লাসেন ব্যবধান কমালেও, কাভার্টস্কেলিয়ার পেনাল্টি থেকে ফের একবার নিজেদের দখল মজবুত করে নাপোলি। আয়াক্সের হয়ে বার্গওয়াইন ব্যবধান কমালেও নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোল করে ভিক্টর ওশিমহেন নাপোলিকে পরের রাউন্ডে পৌঁছে দেন। অপরদিকে, লিভারপুল পিছিয়ে পড়েও রেঞ্জার্সের বিরুদ্ধে ৭-১ নিজেদের ম্যাচ জেতে।


স্কট আরফিল্ড ১৭ মিনিটেই রেঞ্জার্সকে এদিন এগিয়ে দেন। তবে ফর্মে থাকা রবার্তো ফির্মিনো রেডসদের হয়ে সাত মিনিটের মধ্যেই সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে তাঁর গোলেই লিডও নিয়ে নেয় লিভারপুল। ডারউইন নুনিয়েজ ইংল্যান্ডের ক্লাবের হয়ে তৃতীয় গোলটি করেন। ম্যাচের শুরু থেকে না খেললেও, পরিবর্ত হিসাবে মাঠে নেমেই ইতিহাস গড়ে ফেলেন মহম্মদ সালাহ। ছয় মিনিট ১২ সেকেন্ডে চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের দ্রুততম হ্যাটট্রিক করেন সালাহ। লিভারপুলের হয়ে অপর গোলটি করেন হার্ভে এলিয়ট। 


পরের রাউন্ডে বায়ার্ন, ব্রুজ


অপরদিকে, নিজেদের ঘরের মাঠে ইন্টার মিলানের বিরুদ্ধে ৩-৩ গোলে ড্র করল বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে পরের রাউন্ডে পৌঁছনোর আশা বজায় রাখতে এই ম্যাচে যে কোনও মূল্যেই জাভির দলকে পরাজয় এড়াতে হত। কাতালুনিয়ার দল শুরুটাও মন্দ করেনি। উসমান দেম্বেলের প্রথমার্ধের গোলে এগিয়ে যায় বার্সা। তবে দ্বিতীয়ার্ধে নিকোলো বারেলা, লাউতারো মার্টিনেজ এবং রবিন গোসেন্স ইন্টারের হয়ে গোল করে দলকে এগিয়ে দেন। ম্যাচের শেষ ১০ মিনিটে দলের ত্রাতা হয়ে উঠে আসেন রবার্ট লেওয়ানডোস্কি। ৮২ ও ৯২ মিনিটের গোলে বার্সাকে ম্যাচ ড্র করতে সাহায্য করেন তিনি।


এই গ্রুপেরই অপর ম্যাচে ভিক্টোরিয়া প্লেজেনকে ৪-২ গোলে হারিয়ে পরের রাউন্ডে পৌঁছে যায় বায়ার্ন। প্রথমার্ধের ৩৫ মিনিটের মাথায় সাদিও মানে, মুলার এবং লিওন গোরেটস্কার জোড়া গোলে এগিয়ে ছিল বাভেরিয়ার ক্লাবটি। ভিক্টোরিয়া দ্বিতীয়ার্ধে দুই গোল শোধ করলেও, ম্যাচ জিততে পারেনি। এদিন বায়ার্ন ও নাপোলির পাশাপাশি বেলজিয়ামের ক্লাব ব্রুজও শেষ ১৬ নিজেদের জায়গা পাকা করে ফেলল। অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল তারা। এখনও এ মরসুমে চ্যাম্পিয়ন্স লিগে একটিও গোল হজম করেনি বেলজিয়ামের দলটি।


এই জমাট রক্ষণে ভর করেই নিজেদের ইতিহাসে প্রথমবার গ্রুপ পর্ব থেকে পরের রাউন্ডে পৌঁছল ক্লাব ব্রুজ। দিনের অন্যান্য ম্যাচগুলিতে পোর্তোর কাছে ৩-০ গোলে পরাজিত হয় বায়ার লেভারকুসেন, স্পোর্টিং লিসবনের বিরুদ্ধে ২-০ গোলে জয় পায় মার্সে। সন হিউং-মিন (দুই গোল) এবং হ্যারি কেনের গোলে আইনথ্রাখ্ট ফ্রাঙ্কফুর্টকে ৩-২ গোলে হারায় টটেনহ্যাম হটস্পার। 


আরও পড়ুন: কাজে দিল না দ্বিতীয়ার্ধের লড়াই, ঘরের মাঠে গোয়ার কাছে হারল ইস্টবেঙ্গল