ওল্ড ট্র্যাফোর্ড: ফুটবলে রাজত্ব চলছেই। এরমধ্যেই এবার ক্রিকেটেও পা বাড়াতে চলেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। কানাঘুষো শোনা যাচ্ছে যে ম্যান ইউয়ের মালিক গ্লেজার পরিবার এবার ক্রিকেটেও দল কিনতে আগ্রহী। আর আসন্ন আইপিএলেই দুটো ফ্রাঞ্চাইজি কিনতে আগ্রহী তাঁরা। 


ক্লাবের পক্ষ থেকে নাকি আগামী মরসুমে আইপিএলের জন্য নতুন দলের দরপত্র তুলেছেন। নতুন মরসুম থেকে ২টো দল বেশি খেলবে টুর্নামেন্টে। অর্থাৎ ৮ দলের পরিবর্তে ১০ দলের টুর্নামেন্ট আয়োজন করা হবে। এই বিষয় বিজ্ঞপ্তি জারিও করেছিল বিসিসিআই। বিসিসিআই যে নতুন নিয়ম জারি করেছিল সেখানে বলা হয়েছিল যে, কোনও সংস্থা দল কিনতে চাইলে তিন হাজার কোটি টাকার বার্ষিক লেনদেন থাকতে হবে, কোনও ব্যক্তিকে দল কিনতে হলে তাঁর অন্তত আড়াই হাজার কোটি টাকার সম্পত্তি থাকতে হবে। নিয়ম অনুযায়ী কোনও বিদেশি সংস্থা আইপিএল-এর দল কিনতে পারে, তবে তাদের ভারতে ব্যবসা শুরু করতে হবে। সেই নিয়ম মতো আদানি গ্রুপ, টরেন্ট ফার্মা, অরবিন্দ ফার্মা, আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ, হিন্দুস্তান টাইমস মিডিয়া ও জিন্দল স্টিল আইপিএলের দল কেনার জন্য দরপত্র তুলেছে। 


বিসিসিআই সূত্র মারফৎ জানা গিয়েছে যে, দল নেওয়ার ব্যাপারে দৌড়ে রয়েছে লখনউ ও আমদাবাদ। সেখানকার বিশ্বমানের স্টেডিয়ামের জন্যই দৌড়ে এগিয়ে রয়েছে এই দুটো স্টেডিয়াম। সূত্রের খবর, গোয়াঙ্কা গ্রুপ ও আদিত্য বিড়লা গ্রুপ লখনউয়ের দল কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। সেখানে আদানি গ্রুপ আমদাবাদের দলের জন্য বিড নিতে চলেছে। 


যদিও এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী মরসুমে গুয়াহাটি থেকে নতুন কোনও দল আসতে পারে বলে যে জল্পনা তৈরি হয়েছিল, তার অবসান ঘটিয়েছিল বিসিসিআই। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, গুয়াহাটি থেকে নতুন কোনও দল আসছে না। অন্য কোনও শহর থেকে নতুন দল আসতে পারে। বিসিসিআই সূত্রে খবর, এ বছরের ২৪ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভায় আইপিএল-এর আগামী মরসুমে নতুন দু’টি দল নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে।