নয়াদিল্লি: একাগ্রতা আর কঠোর পরিশ্রম। সাফল্য পেতে এর কোনও বিকল্প নেই। সাফল্যের শীর্ষস্তরে পৌঁছতে নেই কোনও শর্টকার্ট। বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে সফল হয়েছেন যাঁরা, তাঁদের মুখেই নানা সময়ে উঠে এসেছে এই কথা। প্রতিযোগিতা যেখানে চরম, সেখানে সফল হতে যে পরিশ্রমের চূড়ান্ত জায়গায় পৌঁছতে হবে তা আরনতুন কী ! আর সেই প্রতিযোগিতার নাম যদি হয় IAS-IPS,তাহলে প্রস্তুতির জন্য পরিশ্রম ঠিক কতটা হতে হবে তা আর বলার অপেক্ষা রাখে কি? UPSC-র দরজা পেরোতে সফল হয়েছেন যাঁরা, তাঁদের লড়াইয়ের গল্প কঠিন রাস্তাটা সুগম করে দিতে পারে। আজ থাকল মমতা যাদবের লড়াইয়ের জার্নি।


Success Story Of IAS Topper Mamta Yadav: ছোট গ্রাম থেকেই এল বড় সাফল্য। এক সময় হরিয়ানার মহেন্দ্রগড় জেলার বাসাই ছিল অখ্যাত গ্রাম। ২০২০ সালের পর বদলে গেল চিত্র। গ্রামের মেয়ে ইউপিএসি পরীক্ষায় সাফল্য পাওয়ায় এখন 'বিখ্যাত' হয়েছে এই স্থান। পরিসংখ্যান বলছে, হরিয়ানার প্রত্যন্ত গ্রাম থেকে এই প্রথম কোনও মহিলা বড় প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেল। ঘরের মেয়ের সাফল্যে খুশির হাওয়া বইছে গ্রামে। বাসাইয়ের ছোট্ট মমতা এখন লোকমুখে বড় নাম।


কোচিংয়ের পাশাপাশি 'সেল্ফ স্টাডি' এনে দিয়েছে সাফল্য
প্রথম থেকেই মাথায় ছিল UPSC পরীক্ষায় বসার কথা। সেই অনুযায়ী প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন মমতা।দিল্লি ইউনিভার্সিটির একটি কলেজ থেকে স্নাতক স্তর পাশ করেই শুরু করে দেন পরীক্ষার দৌড়। কোচিংয়ের পাশাপাশি চলে 'সেল্ফ স্টাডি'। যার ফলও পান হাতেনাতে। টানা দু'বার ইউপিএসসি পরীক্ষায় সাফল্যে পান মমতা।


প্রথম, দ্বিতীয় দু'বারই আসে সাফল্য- প্রথম চেষ্টাতেই এসেছিল সাফল্য। সেবার অভিষেকেই ৫৫৬ র‍্যাঙ্ক করেছিলেন মমতা। কিন্তু নিজের স্কোরে সন্তুষ্ট হননি তিনি। মমতা জানতেন, এর থেকে আরও ভাল ফল করার যোগ্যতা রাখেন তিনি। যেমন ভাবা, তেমন কাজ। দ্বিতীয়বার ফের পরীক্ষায় বসলেন তিনি। এবার ভাগ্য সঙ্গ দিল, স্বপ্নপূরণ হল মমতার। দ্বিতীয়বারের পরীক্ষায় NCERT ছাড়াও ইউপিএসসি-র একাধিক ভাল মানের বইয়ের সাহায্য নিয়েছিলেন মমতা। যার সুফলও আসে স্কোরকার্ডে।  


সাফল্য পেতে মমতার পরামর্শ
মমতা জানিয়েছেন, শুধু পড়লেই প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় সাফল্য আসবে না। প্রথম থেকেই একটা পরিকল্পনা নিয়ে পড়ার ময়দানে নামতে হবে পরীক্ষার্থীদের। সেই অনুযায়ী রোজ লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে একটু-একটু করে। অন্য কারও কাছে নিজের মূল্যায়ন ছাড়লে হবে না। নিজেকেই করতে হবে নিজের বিশ্লেষণ। নির্দিষ্ট সময় মেনে কতটা এগিয়েছো তা বুঝে নিতে হবে। তবে কেবল পড়লেই হবে না। কোনও বিষয়ে নিজে কতটা দক্ষ তা বুঝে নিতে হবে লেখার মাধ্যমে। সেই আত্মবিশ্লেষণ থেকেই বুঝে যাবে পরীক্ষার জন্য কতটা তৈরি তুমি।     


 তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি 


Education Loan Information:

Calculate Education Loan EMI