লন্ডন : অবশেষে শাপমোচন। দীর্ঘ ৬ বছর বাদে ফের খেতাব জিতল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। নিউক্যাসেল ইউনাইটেডকে (Newcastle United) ২-০ গোলে জিতে ফের খেতাব ঘরে তুলল তারা। রেড ডেভিলসদের কোচের দায়িত্ব নেওয়ার ১০ মাসের মধ্য়েই ওল্ড ট্রাফোর্ডের ট্রফি ক্যাবিনেটে ফের খেতাব ফেরালেন এরিক ট্যান হ্যাগ (Erik Tan Hag)। ক্যাসামিরো ও মার্কাশ রাশফোর্ড খেলার প্রথমার্ধেই গোলদুটি করেন।
ম্যাঞ্চেস্টারের ক্লাবটির দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্রমশ আস্তে আস্তে দল পরিবর্তনের কাজে হাত লাগান তিনি। মাঝে ক্রিশ্চিয়ানোর রোনাল্ডোর ( Cristiano Ronaldo) সঙ্গে তাঁর প্রকাশ্যে বিবাদ এসেছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। যদিও তার পরও ডাচ কোচের ওপরই ভরসা রেখেছিলেন ইউনাইটেড কর্তারা। শেষমেশ যার সুফল মিলল। ২০১৭ সালের পর প্রথমবার কোনও ট্রফি জিতল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
খেলার শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই ওয়েম্বলি স্টেডিয়ামে উচ্ছ্বাসে ফেটে পড়ে গোটা ম্যাঞ্চেস্টার ইউনাইটেড দল। অধিনায়কের আর্মব্যান্ড পরা ব্রুনো ফার্নান্ডেজ জানান, দীর্ঘদিন ধরে এই মুহূর্তটা সত্যি করার জন্য লড়াই চালাচ্ছিলাম আমরা। দল হিসেবে আমাদের সকল ফুটবলারের পাশাপাশি সমর্থকদের জন্যও অত্যন্ত স্পেশাল এই ট্রফি জয়। ক্রমশ আস্তে আস্তে ঘুরে দাঁড়ানোর পর শেষমেশ ট্রফি জিতলাম। তবে আমরা সকলেই মনে করি এটাই প্রথম। আরও অনেক অনেক ট্রফি জেতার খিদে রয়েছে সকলের মধ্যেই।
লুক শ-র ফ্রি-কিক থেকে খেলার ৩৩ মিনিটের মাথায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে প্রথম গোল ক্যাসামিরোর (Casamerio)। ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডারকে রিয়াল মাদ্রিদ থেকে দলে আনতে বড় অর্থ খরচ করতে ক্লাবকর্তাদের রাজি করিয়েছিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কোচ এরিক ট্যান হাগই। স্কোরবোর্ডে লিড নেওয়ার মিনিট পাঁচেকের মধ্যে যা বাড়ান মার্কাশ রাশফোর্ড। ক্লাবের সঙ্গে বেশ কয়েকবছর ধরে জড়িয়ে থাকা ইংল্যান্ডের স্ট্রাইকার রাশফোর্ড যে জয় প্রসঙ্গে বলেছেন, দীর্ঘদিন ধরে চলতে থাকা অপ্রাপ্তি আজ পূরণ করা গেল। এই জয় দল হিসেবে আমাদের সাফল্যের খিদে আরও বাড়াবে।
স্যার অ্যালেক্স ফার্গুসন (Sir Alex ferguson) দায়িত্ব ছাড়ার পর থেকে সেভাব কাঙ্খিত সাফল্যের মুখ দেখেনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ক্রমাগত কোচ থেকে ফুটবলার বদল হলেও ধারবাহিক সাফল্যের ইতিহাসের পুনরাবৃত্তি হয়নি। এর মাঝেই এরিক ট্যাগ হাগের কোচিংয়ে রেড ডেভিলসরা তাদের হৃত গৌরব ফিরে পায় কি না, সেটাই দেখার। আপাতত ছয় বছরের ট্রফি খরা কাটানোর পর অন্তত আশায় বুক বাঁধা শুরু করেছেন সমর্থকরা।
আরও পড়ুন- তিন ম্যাচে দুই হ্যাটট্রিক, সৌদির লিগে আগুন ঝরাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো