আভা: ইউরোপ ছেড়ে নতুন বছরে নতুন ঠিকানায় পাড়ি দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। তাঁর দলবদল নিয়ে আলাপ-আলোচনার অন্ত ছিল না। তবে ইউরোপ ছেড়ে এশিয়ার নতুন ক্লাবে যোগ দিলেও রোনাল্ডোর গোলের খিদে কিন্তু এতটুকুও কমেনি। তাঁর নতুন ক্লাব আল নাসরের (Al Nassr) হয়ে শনিবার হ্যাটট্রিক করে দলকে ৩-০ জয় এনে দিলেন পর্তুগিজ মহাতারকা।


তিন ম্যাচে দুই হ্যাটট্রিক


দামাকের বিরুদ্ধে ১৮ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে নিজের দলকে এগিয়ে দেন রোনাল্ডো। মাত্র পাঁচ মিনিট পরেই দলের হয়ে গোলের ব্যবধান দ্বিগুণ করেন রোনাল্ডো। এবার তাঁর বাঁ-পায়ের জোরাল শট থেকে আসে গোল। এটি বাঁ-পায়ে রোনাল্ডোর কেরিয়ারের ১৫৩ নম্বর গোল। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই নিজের তৃতীয় গোলটিও পেয়ে যান রোনাল্ডো। তিনি প্রথমার্ধ শেষের মিনিটখানেক আগেই তৃতীয় গোলটি করেন। এই গোলের সুবাদে তিন ম্যাচে দ্বিতীয় হ্যাটট্রিকটি সম্পূর্ণ করেন রোনাল্ডো। 


 






গ্রুপ শীর্ষে আল নাসর


আল নাসরের হয়ে ছয় ম্যাচে রোনাল্ডো ইতিমধ্যেই আটটি গোল করার পাশাপাশি দুই গোলের অ্যাসিস্টও দিয়েছেন। ইতিমধ্যেই তিনি সৌদির লিগের চতুর্থ সর্বোচ্চ গোলদাতাও হয়ে গিয়েছেন। ৩৮-র রোনাল্ডোর গোলের খিদে যে এতটুকুও কমেনি, এই পরিসংখ্যানই কিন্তু সেটা প্রমাণ করে দেওয়ার জন্য যথেষ্ট। দুরন্ত হ্যাটট্রিকের পর রোনাল্ডো এটিকে একটি 'বিশেষ রাত' বলে আখ্যা দেন। প্রসঙ্গত, এই জয়ের সুবাদে আল নাসর ফের একবার সৌদি প্রো লিগের শীর্ষে পৌঁছে গেল। আল ইত্তিহাদের থেকে থেকে দুই পয়েন্টে এগিয়ে রয়েছে আল নাসর।


ডার্বিতে রেকর্ড


একটানা আট ডার্বি। মাঝে তিন তিনটে বছর। বড়ম্যাচের ইতিহাসে নতুন নজির। ইস্টবেঙ্গলকে  শনিবার হারিয়ে টানা আট ডার্বি জিতেছে এটিকে মোহনবাগান। যে নজির বড়ম্যাচের ইতিহাসে আগে নেই। এদিন দিমিত্রি, স্লাভকোর গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা অষ্টম ডার্বি জয় সবুজ মেরুন শিবিরের। পাশাপাশি লিগে তৃতীয় স্থানে থেকে প্লে-অফেও পৌঁছে গিয়েছে মোহনবাগান। 


দুই দলের আইএসএলে যোগদানের পর থেকে সব ডার্বিতেই জিতেছে এটিকে মোহনবাগান। তার আগেও শেষ ডার্বিগুলিতে ছিল একই চিত্র। মাঝে ফ্র্যাঞ্চাইজি, মালিকানা, দলের খোলনলচে সব বদলে গেলেও গত কয়েক বছরে বড়ম্যাচে প্রবল আধিপত্য বজায় রেখেছে সবুজ-মেরুন শিবির।


আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে বাংলার রিচা