স্মৃতির অর্ধশতরান সত্ত্বেও প্রথম টি-২০ ম্যাচে হার ভারতের
Web Desk, ABP Ananda | 06 Feb 2019 04:12 PM (IST)
ওয়েলিংটন: পুরুষদের মতোই ভারতের মহিলা দলও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরু করল হার দিয়ে। আজ প্রথম টি-২০ ম্যাচে ২৩ রানে হেরে গেল ভারত। স্মৃতি মন্ধানা এদিনও অসাধারণ ব্যাটিং করলেন। কিন্তু তাঁর ৩৪ বলে সাতটি বাউন্ডারি ও তিনটি ছক্কার সাহায্যে ৫৮ রান কাজে লাগল না। এটাই ভারতের কোনও মহিলা ক্রিকেটারের টি-২০-তে দ্রুততম অর্ধশতরান। কিন্তু তা সত্ত্বেও ভারত হেরে গেল। আজ প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ডের মহিলা দল করে ৪ উইকেটে ১৫৯ রান। সর্বোচ্চ ৬২ রান করেন ওপেনার সোফি ডিভাইন। জবাবে ১৯.১ ওভারে ১৩৬ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। স্মৃতি ছাড়াও লড়াই করেন জেমিমা রডরিগেজ (৩৯)। তবে ভারতের আর কোনও ব্যাটসম্যান বড় রান পাননি।