মান্ধানা নিউজিল্যান্ডের সোফি ডেভাইনের রেকর্ড স্পর্শ করলেন। ২০১৫-তে বেঙ্গালুরুতে টি ২০ ক্রিকেটে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড গড়েছিলেন সোফি।
ওয়েস্টার্ন স্টর্মের হয়ে ওপেন করতে নেমে মান্ধানা ১৯ বলে ৫২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। টনটনে বৃষ্টির জন্য ম্যাচ ছয় ওভারের করে হয়ে গিয়েছিল।
কিয়া সুপার লিগে প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে খেলছেন তিনি। লাইটনিংয়ের বিরুদ্ধে ম্যাচে মান্ধানা শুরু থেকেই মারমুখী মেজাজে ব্যাটিং শুরু করেন। লং অনের ওপর দিয়ে ছক্কা মেরেই ইনিংসের সূচনা করেন তিনি। প্রথম ওভারেই মাত্র সাত রানে তাঁর ক্যাচ মিস হয়। এর মাশুল গুণতে হল প্রতিপক্ষ দলকে। আউট হতে গিয়ে বেঁচে যাওয়ার পর আর ফিরে তাকাননি মান্ধানা। সঙ্গী ওপেনার রাচেল প্রিস্টও যোগ্য সঙ্গত দেন। দুজনের জুটিতে মাত্র চার ওভারেই দলের রান ৫০ পেরিয়ে যায়।
কিউই ক্রিকেটার প্রিস্ট ২৫ রানে আউট হন। এরপর দলের অধিনায়ক হিদার নাইট শূন্য রানে ফিরে যান। কিন্তু অবিচল থেকে যান মান্ধানা। তাঁর ব্যাট থেকে আসতে থাকে একের পর ছক্কা ও চার। ১৯ বলের ইনিংসে চারটি ছক্কা ও পাঁচটি চার মারেন তিনি।
টুর্নামেন্টে এটাই মান্ধানার প্রথম হাফসেঞ্চুরি। এর আগের দুটি ম্যাচে ৪৮ ও ৩৭ রান করেন। তাঁর স্ট্রাইক রেট প্রায় ২০০। যা টুর্নামেন্টে সর্বোচ্চ।
গতকালের ম্যাচে লাইটনিং ১৮ রানে হেরে যায়।