নেপিয়ের: ভারতের পুরুষ দলের পাশাপাশি মহিলা দলও নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে সহজ জয় পেল। এই জয়ে বড় অবদান রয়েছে ভারতের দুই স্পিনার পুনম যাদব ও একতা বিস্ত এবং দুই ওপেনার স্মৃতি মন্ধানা ও জেমিমা রডরিগেজের। এই চার ক্রিকেটারের অসাধারণ পারফরম্যান্সের সুবাদে ৯ উইকেটে জয় পেল ভারতীয় দল।
এই ম্যাচে প্রথমে ব্যাট করে ৪৮.৪ ওভারে ১৯২ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৩৬ রান করেন ওপেনার সুজি বেটস। একতা ও পুনম তিনটি করে উইকেট নেন। দীপ্তি শর্মা দু’টি এবং শিখা পাণ্ডে একটি উইকেট নেন। ঝুলন গোস্বামী কোনও উইকেট পাননি।
রান তাড়া করতে নেমে স্মৃতির ১০৫ ও জেমিমার অপরাজিত ৮১ রানের সুবাদে জয় পায় ভারতীয় দল। এই নিয়ে একদিনের আন্তর্জাতিকে চতুর্থ শতরান করলেন আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটার স্মৃতি। জেমিমার এটি একদিনের আন্তর্জাতিকে প্রথম অর্ধশতরান।
ম্যাচ জেতার পর ভারতের অধিনায়ক মিতালি রাজ বলেছেন, ‘সিরিজের শুরুটা জয় দিয়ে দারুণ হল। ওপেনারদের ১০০ রানের বেশি পার্টনারশিপ দেখে খুব ভাল লাগল। অনেক মেয়েই এখন মন্ধনাকে আদর্শ করছে। ওর ২০১৮-টা দারুণ কেটেছিল। ও ড্রেসিংরুমে আত্মবিশ্বাস বাড়াচ্ছে।’
স্মৃতি মন্ধনার শতরান, প্রথম একদিনের ম্যাচে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিল ভারতের মহিলা দল
Web Desk, ABP Ananda
Updated at:
24 Jan 2019 04:48 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -