নয়াদিল্লি: দলগত বিভাগে তাঁর হাত ধরে সোনা পেয়েছিল ভারত। ভারতীয় টেবিল টেনিসে ইতিহাস তৈরি হয়েছিল। আর এবার সিঙ্গলসেও চ্যাম্পিয়ন হলেন মনিকা বাত্রা, এক ধাক্কায় অনেকটা উঁচুতে তুলে দিলেন এ দেশের টেবিল টেনিসকে। এই প্রথম কোনও ভারতীয় মেয়ে কমনওয়েলঠ টেবিল টেনিসে দুটি সোনা জিতলেন।


ফাইনালে আগাগোড়া প্রাধান্য রেখে মনিকা ১১-৭, ১১-৬, ১১-২ ও ১১-৭ ফলে হারিয়েছেন সিঙ্গাপুরের মিংইয়ু য়ুকে। এর আগে আজ সকালে সেমিফাইনালে তাঁর মুখোমুখি হন টুর্নামেন্টের ১ নম্বর বাছাই, বিশ্বের ৪ নম্বর খেলোয়াড় ও ৩ বারের অলিম্পিক পদকজয়ী সিঙ্গাপুরেরই তিয়ানবেই ফেং। হাড্ডাহাড্ডি লড়াইয়ে মনিকা তাঁকে হারিয়ে দেন ১২-১০, ৫-১১, ১১-৮, ৫-১১, ৫-১১, ১১-৯ ও ১৩-১১ সেটে। দলগত ইভেন্টের খেলাতেও ফেংকে হারান তিনি।

আজ ফাইনাল ম্যাচের শুরুতে একটু ঢিলে তালে খেলছিলেন মনিকা, প্রথম সেটে ১-৬ পিছিয়েও গিয়েছিলেন। তারপরেই প্রবলভাবে ফেরেন ম্যাচে, সেট জিতে নেন ১১-৭-এ। পরের দুটি সেটেও বজায় রাখেন একই কর্তৃত্ব। ফাইনাল গেমে ৭-৭ হয়ে গেলেও পরপর ৪টি পয়েন্ট জিতে সোনা ছিনিয়ে নেন তিনি।

এর আগে শুক্রবার বাংলার মৌমা দাসের সঙ্গে জুটি বেঁধে ডাবলসে রুপো পান মনিকা। আগামীকাল মিক্সড ডাবলসে সাথিয়ান জ্ঞানশেখরনের সঙ্গে জুটি বেঁধে তিনি ব্রোঞ্জের জন্য নামবেন। বিপক্ষে থাকবেন আর এক ভারতীয় জুটি মৌমা দাস ও শরত কমল।