কলকাতা: প্রয়াত বিশ্বশ্রী মনোহর আইচ। আজ দুপুরে বাগুইআটিতে জীবনাবসান হয় এই প্রবাদপ্রতিম বডি বিল্ডারের।


বাঙালির শরীরচর্চার ইতিহাসে এক অধ্যায়ের অবসান। চলে গেলেন ‘পকেট হারকিউলিস’ মনোহর আইচ। বয়স হয়েছিল ১০৪!

বেশ কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন শতবর্ষ পেরানো বিশ্বশ্রী। রবিবার দুপুরে বাগুইআটির বাড়িতে প্রয়াত হন বাঙালির শরীরচর্চার ‘আইকন’ মনোহর আইচ।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন অগণিত মানুষ।

মনোহর আইচের জন্ম ১৯১২ সালের ১৭ মার্চ, অধুনা বাংলাদেশের কুমিল্লায়। প্রবাদপ্রতিম বিষ্ণু ঘোষের আখড়াতে দেহচর্চায় হাতেখড়ি। ১৯৫০ সালে মাত্র ৩৬ বয়সে মিস্টার হারকিউলিস প্রতিযোগিতায় জয়ী হন। ১৯৫২ সালে প্রথম বাঙালি বডিবিল্ডার হিসেবে বিশ্বশ্রী খেতাব জেতেন।

আশি পেরিয়েও সমানভাবে দেহচর্চা করে গিয়েছেন মনোহর আইচ। তাঁর শেষ শো ৮৯ বছর বয়সে। মনোহর আইচের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

বিশ্বশ্রীর অঙ্গীকার মতো তাঁর দেহ আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে দান করা হয়।