কলকাতা: জাতীয় টি-২০ টুর্নামেন্টে তাঁর পারফরমেন্স ফের নজর কেড়েছে। মনোজ তিওয়ারির নেতৃত্বেই সৈয়দ মুস্তাক আলি ট্রফি জিতেছে পূর্বাঞ্চল। গোটা টুর্নামেন্টে একবারও আউট না হওয়ার পাশাপাশি আশিস নেহরা, হরভজনদের বিরুদ্ধে ৪৩ বলে ৭৫ রানের ইনিংসও খেলেছেন। তাঁর অধিনায়কত্বে দল ট্রফি জিতেছে সঙ্গে ক্যাপ্টেন মনোজের ব্যক্তিগত পারফরম্যান্সও এবার তাঁকে সুযোগ এনে দিয়েছে আইপিএলের দরজায় কড়া নাড়ার।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে শুধু ব্যাট হাতেই নয়, বল হাতেও নজর কেড়েছেন মনোজ। ব্যাট হাতে ১০৮ রানের পাশাপাশি ৩ উইকেটও ঝুলিতে তাঁর। বল হাতে এই সাফল্যের জন্য মুরলীধরনকে কৃতিত্ব দিচ্ছেন মনোজ।

নাইট রাইডার্স ও দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলা মনোজকে এবার কোন দলের হয়ে খেলতে দেখা যায় তার উত্তর জানা যাবে কাল আইপিএলের নীলামে।