নয়াদিল্লি: ভারত-পাকিস্তান ম্যাচ শেষ হলেও এখনও তার উত্তাপ কমেনি। এবার বীরেন্দ্র সহবাগকে কটূক্তি করার জন্য প্রাক্তন পাক ক্রিকেটার রশিদ লতিফকে একহাত নিলেন মনোজ তিওয়ারি।
বাংলা দলের ক্রিকেটারের মতে, এসব করে রশিদ ৬০ সেকেন্ডেই প্রচারের আলোয় আসতে চাইছেন। সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। একইসঙ্গে, তিনি লতিফকে এমন পোস্ট ভবিষ্যতে না করার জন্য সতর্ক করে বলেন, তেমনটা ফের হলে পাল্টা দেওয়া হবে।
[embed]https://twitter.com/tiwarymanoj/status/873959410640355329[/embed]
প্রসঙ্গত, বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ ও গ্রুপ পর্যায়ে পাকিস্তানের বিরুদ্ধে ভারত ম্যাচ জেতার পর সহবাগ টুইটারে লিখেছিলেন, ‘নাতির পর ছেলে। কোনও ব্যাপার নয় বাচ্চা, ভাল চেষ্টা করেছ। অভিনন্দন ভারত।’
সহবাগের এই মন্তব্য ভাল চোখে নেননি রশিদ লতিফ। ভারতীয় ব্যাটসম্যানকে আক্রমণ করে তিনি একটি ১৫-মিনিটের ভিডিও আপলোড করেন। জানান, সহবাগের প্রতি তাঁর কোনও সম্মান নেই। যার উত্তরে, সহবাগ জানান, অর্থহীন শব্দের চেয়ে অর্থবহ মৌনতা অনেক বেশি ভাল।
সহবাগের এই প্রতিক্রিয়ার পর তাঁর হয়ে ময়দানে নেমে পড়েন বাংলার ক্রিকেটার মনোজ তিওয়ারি। একটি ভিডিও বার্তায় তিওয়ারি বলেন, আমি সাধারণত ভিডিও আপলোড করি না। কিন্তু, লতিফের মন্তব্য আমাকে বাধ্য করেছে। মনোজ যোগ করেন, বীরেন্দ্র সহবাগের মত একজন লেজেন্ডকে অপমান করেছে লতিফ, যা ভীষণই লজ্জাজনকও বটে।
[embed]https://twitter.com/virendersehwag/status/873018214531321856[/embed]
এখানেই থেমে থাকেননি মনোজ। তাঁর প্রশ্ন কী মনে করে ওরকম ভিডিও আপলোড করেছে লতিফ? উত্তরটাও নিজেই দেন মনোজ। বলেন, অনেক ভেবে মনে হল, হয়ত ৬০ সেকেন্ডের খ্যাতি ও প্রচারের আলোয় আসতে চেয়েছিলেন তিনি। আসলে এখন তো সেসব পান না।
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় রশিদ লতিফের আক্রমণ, পাল্টা জবাব সহবাগের
সহবাগের মতো একজন ক্রিকেটারের বিরুদ্ধে মুখ খোলার আগে নিজের রেকর্ড খতিয়ে দেখা উচিত লতিফের বলেও মনে করেন মনোজ তিওয়ারি। তাঁর কটাক্ষ, অবশ্য রেকর্ডগুলি ইংরেজিতে লেখা, তাই বুঝতে নাও পারেন লতিফ। মনোজের মতে, পাক ক্রিকেটারের বোঝা উচিত তিনি সহবাগের সম্বন্ধে বলে বড় ভুল করেছেন।