নয়াদিল্লি: ঝুলিতে দুটো অলিম্পিক্স পদক। শুধু তাইই নয়। অলিম্পিক্সের এক মরশুমেই দুটো পদক জিতেছন শ্যুটিংয়ে। এয়ার পিস্তল ইভেন্টে ব্যক্তিগত ইভেন্টে ও মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন মনু। দেশজুড়ে বন্দিত হচ্ছেন। তবে এর মধ্যে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ার রোষের মুখে পড়তে হয়েছে তাঁকে। তবে তা নিয়ে কিছু ভাবছেন না মনু। বরং খারাপ সময় যে তাঁকে আরও বেশি পরিণত করে তুলেছে, তা জানিয়ে দিলেন তরুণী শ্যুটার। ২২ বছর বয়সেই অলিম্পিক্সে জোড়া পদক জিতে ইতিহাস তৈরি করা মনু এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে জানালেন, ''আমি খুব খুশি যে আমি এরমধ্যেই অনেক উত্থাণ-পতন দেখেছি কেরিয়ারে। আর তা আমার ধৈর্য্যশক্তি বাড়িয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই ট্রোল করেছে আমাকে। কিন্তু আমি অবশ্য তা নিয়ে বেশি ভাবছি না। মানুষ সোশ্যাল মিডিয়ায় কে কী বলল, তার সঙ্গে তো আমি লড়াই করতে পারব না। তাই আমি মাথাও ঘামাই না।'' এরপরই মনু বলেন, ''আমার পেশা খেলা। আমার খেলা নিয়েই ভাবা উচিৎ। আমি তা নিয়েই মূলত ভাবতে চাই।''




অলিম্পিক্সে জোড়া পদকজয়ী মনু বলছেন, ''আমি তাঁদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই, যাঁরা আমার কেরিয়ারে সবসময় পাশে রয়েছে। তাঁরা আমাকে সবসময় উদ্বুদ্ধ করে চলেছে। যাঁরা আমাকে হিংসা করেন, তাঁদের নিয়ে অত ভাবতে চাই না।''


দিন কয়েক আগেই কলকাতায় এসেছিলেন। আটপৌঢ়ে আদলে লাল পাড় সাদা শাড়ি পরে  কলকাতার দুর্গাপুজোয় ঘুরে যান। জানিয়েছিলেন, কলকাতার পুজো দেখে তিনি উচ্ছ্বসিত। লেকটাউনের শ্রীভূমি ক্লাবের পুজোয় বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন মনু।


প্যারিস থেকে ফেরা ইস্তক কখনও কোনও ব্র্যান্ডের বিজ্ঞাপন, আবার কখনও স্কুল-কলেজের পড়ুয়াদের অনুপ্রেরণা দিতে দেখা গিয়েছে চ্যাম্পিয়ন শ্যুটারকে।  এবার হরিয়ানার তারকা শ্যুটারকে দেখা গেল ব়্যাম্পে হাঁটতে। রাজধানী দিল্লির বুকে বিখ্যাত ল্যাকমে ফ্যাশন উইকে ( Lakme Fashion Week) ব়্যাম্পে হাঁটলেন মনু। মনু যদিও ব়্যাম্পে খুব সাবলীল ছিলেন না, জানিয়েছেন নিজেই। বলেছেন, 'সত্যি বলতে আমি খুব স্নায়ুর চাপে ভুগছিলাম। মনে হচ্ছিল এই বোধহয় কোনও অঘটন ঘটে যাবে।'


ল্যাকমে ফ্যাশন উইক খুবই বিখ্যাত। দেশ-বিদেশের নামী ও সুন্দরী মডেলরা ল্যাকমে ফ্যাশন উইকের ব়্যাম্পে হাঁটেন। সেখানেই এবার ঝলমলে পোশাকে নজর কাড়লেন ২২ বছরের অলিম্পিক্সে জোড়া পদকজয়ী শ্য়ুটার। প্রমাণ করলেন, যিনি নিশানাভেদ করতে জানেন, তিনি ব়্যাম্পেও ঝড় তুলতে পারেন।