রাজীব চৌধুরী, কান্দি: মুর্শিদাবাদ জেলার কান্দিতে (Kandi) একজন তৃণমূল (TMC) নেতার বাড়ি থেকে উদ্ধার করা হল বোমা, বন্দুক ও গুলি। এই ঘটনার জেরে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা পলাতক হলেও তার তিন অনুগামীকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, কান্দির কুমারচন্দ্র গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল কংগ্রেস সদস্য আলিমুল শেখের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই এলাকার বাসিন্দাদের ভয় দেখানোর অভিযোগ ছিল। তার কথা মেনে না চললে বিপদ হতে পারে বলে এলাকাবাসীকে ভয় দেখাত সে। এর ফলে আতঙ্কে থাকতেন স্থানীয় বাসিন্দারা। এছাড়াও তার বিরুদ্ধে অসামাজিক কাজকর্মে জড়িত থাকার অভিযোগ ছিল। গতকাল গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্ত ওই তৃণমূল নেতার কান্দির বাড়িতে তল্লাশি অভিযান চালায় পুলিশ। আর তল্লাশির সময় তৃণমূল কংগ্রেসের ওই প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে একটি ওয়ান শাটার বন্দুক, চার রাউন্ড গুলি ও ৪টি তাজা বোমা উদ্ধার হয়।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, পুলিশি অভিযানের খবর পেয়ে আগেই বাড়ি থেকে পালিয়ে গেছিল অভিযুক্ত ওই তৃণমূল নেতা। গতকাল রাতে তার বাড়িতে হানা দিয়ে বোমা, বন্দুক ও গুলি বাজেয়াপ্ত করে পুলিশ। গ্রেফতার করা হয় ওই তৃণমূল নেতার তিন অনুগামীকেও। কী কারণে ওই তৃণমূল নেতা বাড়িতে বোমা ও আগ্নেয়াস্ত্র রেখে ছিল তা তদন্ত করে দেখছে পুলিশ। তবে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে এলাকায় বিভিন্ন ভাবে মানুষকে ভয় দেখানোর অভিযোগ উঠেছে। তোলাবাজির অভিযোগও দীর্ঘদিন ধরে ছিল। এই পরিপ্রেক্ষিতে গতকাল রাতে পুলিশ অভিযান চালিয়ে ছিল বলে সূত্রের খবর। তবে কী কারণে ওই বোমা ও বন্দুক রাখা হয়েছিল সেই বিষয়ে পুলিশের তরফে কিছু জানানো হয়। বর্তমানে পলাতক ওই তৃণমূল নেতার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।
এপ্রসঙ্গে বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি অপূর্ব সরকার বলেন, "কোথায় কী উদ্ধার হল এটা প্রশাসনের কাজ। নিশ্চিত ভাবে প্রশাসন তার দায়দায়িত্ব পালন করবেন। আমাদের পুলিশ-প্রশাসনের ওপর ভরসা রয়েছে। আমরা শান্তির জন্য লড়াই করি। সেই শান্তির জায়গায় বাধাবিঘ্ন সৃষ্টিকারী কেউ হয় সে তৃণমূল হোক বা বিজেপি নিশ্চিতভাবে আইনানুগ ব্যবস্থা হবে। এটা নিশ্চিত থাকতে পারেন।"
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।