নয়াদিল্লি: টোকিওতে পিস্তল বেইমানি করেছিল। কিন্তু প্যারিসে সেই আক্ষেপ দূর করে নিয়েছিলেন মনু ভাকের। শ্যুটিংয়ে একই অলিম্পিক্সের মঞ্চ থেে দুটো পদক জিতেছেন। দুটো ব্রোঞ্জ। কিন্তু পথটা এতটাও সহজ ছিল না। দেশের ফেরার পর থেকেই গত দেড় মাসে চারিদিক থেকে সংবর্ধনা পাচ্ছেন। ভারতের প্রথম মহিলা অলিম্পিয়ান হিসেবে একই অলিম্পিক্সের মঞ্চে দুটো পদক জেতার নজির গড়েছিলেন মনু।
নিজের সোশ্য়াল মিডিয়ায় মনু ঝুলিতে পোড়া পদকগুলোর ছবি পোস্ট করে লিখেছেন, ''আমি ১৪ বছর বয়স থেকে শ্যুটিং শুরু করেছিলাম। সেখান থেকে এত দ্রুত এই উচ্চতায় পৌঁছানো, কোনওদিনই এত সাফল্য পাব তা ভাবতে পারিনি। তাও আবার এত কম বয়সে। যখন কিছু একটা শুরু করবে, এটাই চেষ্টা করা উচিত যে সেই কাজে যেন নিজের সেরাটা দেওয়া যায়। সে যতই রাস্তা আরও কঠিন হোক না কেন।''
তিনি আরও লেখেন, ''নিজের লক্ষ্যে স্থির থাকা প্রয়োজন। প্রতিটা ছোট ছোট পদক্ষেপ একটা বড় সাফল্যের কারণ হয়ে উঠতে পারে।'' অলিম্পিক্সে সোনা জয়ই এখন একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন মনু।
সম্প্রতি এক ঘটনায় সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হতে প্যারিল অলিম্পিক্সে ইতিহাস গড়া অ্যাথলিটকে। নিজের বিভিন্ন ইভেন্টে নিজের জোড়া অলিম্পিক্স নিয়ে যাওয়ায় সোশ্যাল মিডিয়ায় কয়েকজন ব্যক্তিবিশেষ তাঁকে কটাক্ষ করেন। তবে মনু কিন্তু থেমে থাকার পাত্রী নন। তিনি স্পষ্টভাবেই জানিয়ে দেন, তাঁকে বিভিন্ন ইভেন্টের উদ্যোক্তরাই সেই পদক নিয়ে যাওয়ার জন্য় অনুরোধ করেন এবং তিনি সানন্দে সেই পদকটি নিয়ে গিয়ে সকলকে দেখাতেও দ্বিধা বোধ করেন না। পাশাপাশি মনুর সহজ জবাব এই পদক তাঁর একার নয়, গোটা দেশের।
নিজের সোশ্যাল মিডিয়ায় মনু লেখেন, 'আমি প্যারিস অলিম্পিক্স ২০২৪ সালে যে দুইটি পদক জিতেছি, সেটা গোটা দেশের। যখনই আমায় কোনও ইভেন্টে ডাকা হয় এবং আমার পদকগুলি দেখানোর জন্য অনুরোধ করা হয়, তখন কিন্তু স্বইচ্ছায় অত্য়ন্ত গর্বের সঙ্গেই আমি সেটা করে থাকি। আমি এভাবেই আমার স্বপ্নের সফরটা সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই।'