নয়াদিল্লি: প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics) ইতিহাস গড়েছিলেন তিনি। শ্যুটিং থেকে জিতেছিলেন জোড়া পদক। এক অলিম্পিক্সে জোড়া পদকজয়ী একমাত্র ভারতীয় অ্যাথলিট তিনি। এমনকী, প্যারিসে ত্রিমুকুটও জিততে পারতেন। অল্পের জন্য একটি পদক হাতছাড়া হয় তাঁর।

Continues below advertisement

প্যারিসে জোড়া পদকজয়ী সেই মনু ভাকেরের (Manu Bhaker) নাম ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা থেকে বাদ দেওয়া হল। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ভি রামাসুব্রামামের (Justice V Ramasubramam) নেতৃত্বে ১২ সদস্যের জাতীয় ক্রীড়া দিবস কমিটি এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য যে সমস্ত অ্যাথলিটের নাম সুপারিশ করেছে, সেখানে অলিম্পিক্সে পদকজয়ী শ্যুটারের নাম নেই। যা নিয়ে জোর বিতর্ক বেঁধে গিয়েছে।

যদিও কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক দাবি করেছে যে, মনু ভাকের খেলরত্ন পুরস্কারের জন্য আবেদনই করেননি। যে দাবি নস্যাৎ করে দিয়েছেন মনু ভাকেরের বাবা রামকৃষ্ণ। যিনি সাফ জানিয়েছেন যে, তাঁরা এই সম্মানের জন্য আবেদন করেছিলেন। যদিও কমিটির কাছ থেকে কোনও জবাব পাননি।

Continues below advertisement

ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিংহ ও প্যারা অ্যাথলিট প্রবীণ কুমার খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীতদের মধ্যে রয়েছেন।

গোটা ঘটনায় ক্ষিপ্ত মনু ভাকেরের বাবা। রামকৃষ্ণ বলেছেন, 'একই অলিম্পিক্সে দুটি পদক পাওয়ার কী লাভ যদি আপনাকে পুরস্কারের জন্য ভিক্ষা করতে হয়? একজন সরকারি কর্মকর্তা সিদ্ধান্ত নিচ্ছেন, আর কমিটির সদস্যরা তাঁদের মতামত দিচ্ছেন না। আমি বুঝতে পারছি না। আপনি কি এইভাবে দেশের ক্রীড়াবিদদের উৎসাহিত করছেন?'

 

মনুর বাবা আরও বলেছেন, 'আমরা পুরস্কারের জন্য আবেদন করেছি কিন্তু কমিটির কাছ থেকে কোনও উত্তর পাইনি। কেন বাবা-মা তাদের বাচ্চাদের খেলার জন্য উৎসাহিত করবেন! তাঁদের বরং উচিত তাদের সরকারি অফিসার হওয়ার জন্য চাপ দেওয়া।'

২০২০ সালে অর্জুন পুরস্কার জিতেছিলেন মনু। ঘটনা হচ্ছে, চলতি বছর আবেদন না করা সত্ত্বেও অর্জুন পুরস্কার পেয়েছেন মহম্মদ শামি। সেই সময় ভারতীয় ক্রিকেট বোর্ড হস্তক্ষেপ করে শামির হয়ে সওয়াল করেছিল।

আরও পড়ুন: ক্রিকেট মাঠে চক দে ইন্ডিয়া! দ্রাবিড়ের নেতৃত্বে খেলেছেন, ট্রফির হ্যাটট্রিকে নবজাগরণ

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।