গোয়া: আইএসএলে এবারের সফরটা একদমই ভাল যাচ্ছে না এসসি ইস্টবেঙ্গলের। পয়েন্ট টেবিলে একদম তলানিতে রয়েছে লাল হলুদ শিবির। এখনও পর্যন্ত একটি ম্যাচেও জয়ের মুখ দেখেনি তারা। এই পরিস্থিতিতে আগামীকাল হায়দরাবাদ এফসির (Hyderabad FC) বিরুদ্ধে খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল (sc east bengal)। পাশের ক্লাব এটিকে মোহনবাগানে যেখানে টালমাটাল পরিস্থিতিতে কোচ বদল হয়েছে, সেখানে এখনও লাল হলুদের কোচের হটসিটে বহাল তবিয়তে রয়েছেন ম্যানুয়েল দিয়াজ (Manuel Diaz)। চাপ অনুভব করছেন না? হায়দরাবাদ এফসির বিরুদ্ধে নামার আগে সাংবাদিক বৈঠকে এবিপি লাইভের প্রশ্নের উত্তরে কী বললেন ম্যানুয়েল দিয়াজ?
সাংবাদিক বৈঠকে সহকারী ট্রান্সলেটরকে নিয়ে উপস্থিত হয়ে এবিপি লাইভের তরফে প্রশ্ন করা হয়েছিল যে, এটিকে মোহন বাগান ক্রমাগত ব্যর্থ হওয়ার পর কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন অ্যান্তোনিও লোপেজ হাবাস। পারফরম্যান্সের বিচারে এসসি ইস্টবেঙ্গলও একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে এখন। চাপ নেই? প্রশ্নের উত্তরে ম্যানুয়েল দিয়াজ জানান, ''এটিকে মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গল একদম আলাদা দুটো দল, দু দলের পরিস্থিতিও আলাদা। চাপ আমার নিজের জন্যই। ক্লাবের পরিবেশ খুব একটা ভাল নয়। তাই দল ম্যাচ জিততে পারছে না। এটিকে মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গলের লক্ষ্য সম্পূর্ণ আলাদা। এটিকে মোহনবাগান গতবারের ফাইনালিস্ট। কিন্তু এসসি ইস্টবেঙ্গল খেলোয়াড়দের সই করাতে অনেক দেরি করেছে। তাই এটিকে মোহনবাগানের সঙ্গে তুলনা করে লাভ নেই।''
পেরোসেভিচ না খেলায়, তার বদলি কী অন্য কেউ বা বলবন্ত? সেই প্রশ্নের উত্তরে দিয়াজ বলেন, '' না। কারণ, বলবন্তকে পুরো তৈরি হওয়ার জন্য এখনও সময় দিতে হবে। ও অনেক দিন ধরে চোট ছিল। ও খুব বেশি হলে ২০-৩০ মিনিট খেলতে পারবে। এছাড়াও ফ্রানিওর গোড়ালিতে চোট রয়েছে। দলের ডাক্তাররা এই ব্যাপারে বলতে পারবেন। দেখা যাক, জানুয়ারিতে কী হয়। আর ড্যারেন আজ দলের সঙ্গে অনুশীলন করেছে। আশা করি, আগামী বছরের প্রথম ম্যাচে ও হয়তো সুস্থ হয়ে মাঠে নামতে পারবে।''
আরও পড়ুন: পাকিস্তানকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ব্রোঞ্জ ভারতের