নয়াদিল্লি: বাহরিনে জোড়া ফ্রেন্ডলিতে নতুনদের সুযোগ দেবেন, জানিয়ে দিলেন ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ (igor stimach)। যে ২৫জনকে নিয়ে তিনি দু’টি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে বাহরিনে পৌঁছেছেন, তার মধ্যে মধ্যে সাতজন ফুটবলার এই প্রথম সিনিয়র ভারতীয় দলে ডাক পেয়েছেন। এঁরা হলেন গোলকিপার প্রভসুখন গিল, হরমিপাম রুইভা, আনোয়ার আলি, রোশন সিং, ভিপি সুহের, দানিশ ফারুক এবং অনিকেত যাদব।


বুধবার বাহরিনের বিরুদ্ধে প্রথম ম্যাচে এঁদের অনেককেই দেখা যাবে বলে জানিয়ে দিলেন স্টিমাচ। বাহরিনে পৌঁছে তিনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “এই ছেলেগুলোকে ভাল দলের বিরুদ্ধে খেলার সুযোগ দিতে চাই আমি। আশা করি, সম্প্রতি মাঠে ওদের যে সাহসী আচরণ আমরা দেখেছি, তা এই সফরেও দেখা যাবে”।


এই সফরে বাহরিন ও বেলারুশের বিরুদ্ধে দু’টি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে ভারতীয় দল। বাহরিনের মানামায় এই ম্যাচগুলি হবে। এ বছর জুনে ভারতীয় দল ২০২৩ এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে খেলবে। তারই প্রস্তুতি হিসেবে এই দু’টি ফ্রেন্ডলি ম্যাচ খেলছে ভারত।


কবে ম্যাচ?


বাহরিনের বিরুদ্ধে ২৩ মার্চ ও বেলারুশের বিরুদ্ধে ২৬ মার্চ এই দু’টি ম্যাচ খেলবে ভারতীয় দল। দু’টি ম্যাচই শুরু হওয়ার কথা ভারতীয় সময়ে রাত সাড়ে ন’টায়। দশ বছর পরে কোনও উয়েফা সদস্য দেশের বিরুদ্ধে মাঠে নামার সুযোগ পাচ্ছে ভারত। ২০১২-র ফেব্রুয়ারিতে শেষবার ভারতীয় দল উয়েফা সদস্য দেশ আজারবাইজানের বিরুদ্ধে খেলেছিল। সেই ম্যাচে আজারবাইজান ৩-০-য় জিতেছিল।


বুধবারের ম্যাচ নিয়ে স্টিমাচ বলেছেন, “আমি সেরা এগারো নামানোরই চেষ্টা করব। কয়েকজন নতুন মুখ তাতে থাকবে। ক্রমতালিকায় ওপরে থাকা দলের বিরুদ্ধে ওরা কেমন খেলে সেটাই দেখতে চাই। এই পারফরম্যান্সে বোঝা যাবে জুনে (এশিয়ান কাপ) বাছাই পর্বে আমরা কতটা কী করতে পারি”।


আইএসএলের পারফরম্যান্স


সদ্যসমাপ্ত হিরো আইএসএল সেমিফাইনাল ও ফাইনালে যাঁরা ভাল পারফরম্যান্স দেখালেন, তাঁদের মধ্যে থেকেই ২৫ জনের দল বেছে নিয়েছেন ক্রোয়েশিয়ান কোচ। এ বার এঁদের পরখ করে দেখার পালা। বাংলার চার ফুটবলার প্রীতম কোটাল, শুভাশিস বসু, প্রণয় হালদার ও রহিম আলি এই দলে রয়েছেন। এটিকে মোহনবাগানের ছয় সদস্য অমরিন্দর সিং, প্রীতম, শুভাশিস, সন্দেশ ঝিঙ্গন, মনবীর সিং ও লিস্টন কোলাসো এই দলে আছেন। চোটের জন্য বাহরিনগামী এই দলে নেই সুনীল ছেত্রী ও সাহাল আব্দুল সামাদ।                                                                                        ---- তথ্য সংগ্রহ আইএসএল মিডিয়া