পাকিস্তানের অনেক তরুণ ক্রিকেটারই বিরাটকে অনুকরণ করতে চায়, বলছেন ইউনিস খান
Web Desk, ABP Ananda | 03 Jun 2019 04:49 PM (IST)
একটি অনুষ্ঠানে ইউনিস বলেছেন, বিরাট কোহলিকে পাকিস্তানিরাও পছন্দ করে।
লন্ডন: পাকিস্তানের অনেক তরুণ ক্রিকেটারের কাছেই আদর্শ ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তাঁর খেলার ধরন এবং শরীরি আচরণ অনকুরণ করতে চান পাক তরুণরা। এমনই জানালেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইউনিস খান। একটি অনুষ্ঠানে ইউনিস বলেছেন, ‘বিরাট কোহলিকে পাকিস্তানিরাও পছন্দ করে। পাকিস্তানের অনেক খেলোয়াড়ই কোহলির মতো খেলতে চায়। তারা ওর মতো ফিট হতে চায় এবং ওর শরীরি ভাষা অনুকরণ করে।’বিরাটের প্রশংসা করে ইউনিস আরও বলেছেন, ‘বিশ্বকাপে ভারতের সাফল্য অনেকটাই কোহলির উপর নির্ভর করছে। এশিয়া কাপে ও না খেলায় মাঠ পুরো ভর্তি হয়নি।’