ব্রনিতসি: এবারের বিশ্বকাপে আর্জেন্তিনার পারফরম্যান্সে প্রচণ্ড ক্ষুব্ধ ও বিরক্ত দিয়েগো মারাদোনা। আগামীকাল নাইজেরিয়ার বিরুদ্ধে গ্রুপ লিগের শেষ ম্যাচের আগে লিওনেল মেসিদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে তাঁদের সঙ্গে সঙ্গে বৈঠক করতে চাইছেন এই কিংবদন্তী। তিনি এই বৈঠকে অন্যান্য প্রাক্তন তারকাদেরও চাইছেন।

ভেনেজুয়েলার একটি টেলিভিশন চ্যানেলকে মারাদোনা জানিয়েছেন, ‘আমাদের সম্মান রক্ষা করতে হবে। ক্রোয়েশিয়া এভাবে আমাদের হারিয়ে দিল, এটা মানতে পারছি না। আমরা লড়াই করতে পারিনি। আমি অত্যন্ত ক্ষুব্ধ ও হতাশ। যারা আর্জেন্তিনার জার্সি পরে, তারা সেটিকে এভাবে পদদলিত করতে পারে না। এই ক্রোয়েশিয়া দল জার্মানি, ব্রাজিল, হল্যান্ড বা স্পেন না। আমি খেলোয়াড়দের সঙ্গে বৈঠক করতে চাই। যদি (নেরি) পম্পিদো, (সার্জিও) গোয়কোচেয়া, (ক্লদিও) ক্যানিজিয়া, (পেড্রো) ত্রোগলিও, এমনকী (ড্যানিয়েল) পাসারেলা এবং (জর্জ) ভালদানোও আসতে চায় তাহলে আসুক।’

আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়ার তীব্র সমালোচনা করে মারাদোনা বলেছেন, ‘এএফএ প্রেসিডেন্টই আসল দোষী। (জর্জ) সাম্পাওলি যখন কম্পিউটার, ড্রোন, ১৪ জন সহকারী নিয়ে এসেছিল, সবাই মেনে নিয়েছিল। আমার মনে হচ্ছে তাপিয়ার কোনও কর্তৃত্বই নেই।’