আজ ইনস্টাগ্রামে ছবির স্লাইড পোস্ট করে মেসিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আন্তোনেলা। তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন লিও। তুমি এই গ্রহের সর্বকালের সেরা খেলোয়াড়। অন্যরা কী বলল, তাতে আমার কিছু এসে যায় না। কেউ আমাকে বোঝাতে পারবে না, অন্য কেউ তোমার উচ্চতায় পৌঁছতে পারে। তোমার জন্যই আমি ফুটবল ভালবেসেছি। তারপর তোমার খেলা দেখে ফুটবলের প্রতি ভালবাসা বেড়েছে। তোমার ড্রিবল করে গোল দেখে আমি উচ্ছ্বসিত হয়ে উঠি। এখন তুমি দেশকে জেতাতে চাও। তুমি এই গ্রহের না। তুমি দেশকে এগিয়ে নিয়ে যাবে। এখনও আশা আছে। আমি জানি তুমি পারবে। যাই হোক না কেন, সবসময় তোমার পাশে থাকব।’
মস্কোর একটি কেক প্রস্তুতকারী সংস্থা আবার মেসির প্রমাণ সাইজের চকোলেট মূর্তি বানিয়েছে। জানা গিয়েছে, এই মূর্তি তৈরি করতে এক সপ্তাহ সময় লেগেছে।