এই বেসরকারি সফরের আয়োজকরা জানিয়েছেন, মারাদোনা তাঁর সই করা একজোড়া বুট সৌরভকে পাঠাবেন। ওই বুট পরেই এক ঘন্টার প্রদর্শনী ম্যাচ খেলবেন সৌরভ। মহালয়ার দিন ১৯ সেপ্টেম্বর বারাসতে ওই ম্যাচ হবে। ওই ম্যাচে থাকতে পারেন কলম্বিয়ার প্রাক্তন তারকা কার্লোস ভালদেরামাও। এছাড়াও থাকছেন এক ঝাঁক ভারতীয় ফুটবলার, বলিউড ও টলিউড তারকাও। এ জন্য রণবীর সিংহের সঙ্গে কথা বলা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা। আগামী ১৮ সেপ্টেম্বর কলকাতায় আসছেন মারাদোনা। তিনি উত্তর ও দক্ষিণ কলকাতার দুটি পুজোর উদ্বোধন করবেন। ‘প্রিন্স অফ কলকাতা, দাদা’র সঙ্গে সাক্ষাতের জন্য মুখিয়ে রয়েছেন, জানালেন মারাদোনা
ABP Ananda, web desk | 10 Jun 2017 03:20 PM (IST)
কলকাতা: আগামী সেপ্টেম্বরে পুজোর আগে শহরে আসছেন আর্জেন্টিনার প্রাক্তন ফুটবলার দিয়েগো মারাদোনা। কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কলকাতা সফরে এসে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একটি প্রদর্শনী ম্যাচ থেলবেন প্রাক্তন ফুটবল কিংবদন্তী। ওই প্রদর্শনী ম্যাচের নামকরণ করা হয়েছে, ‘দিয়েগো বনাম দাদা’। তাঁর দ্বিতীয় কলকাতা সফর নিয়ে উচ্ছ্বসিত মারাদোনাও। মুখিয়ে রয়েছেন সৌরভের সঙ্গে দেখা করার জন্য। নিজের অফিসিয়ার ফেসবুক পেজে মারাদোনা লিখেছেন, ‘আমার কলকাতা সফর ও প্রিন্স অফ কলকাতা, দাদা-র সঙ্গে দেখা হতে আর ১০০ দিন বাকি’।