ফেসবুকে স্প্যানিশ, ইংরাজি ও ইতালীয় ভাষায় মারাদোনা লিখেছেন, ‘আমি অন্য যে কারও থেকে ভাল জানি, বিশ্বকাপে সবাই সব জায়গায় খবরের খোঁজে থাকে। আমি দেখেছিলাম একটি এশিয়ান ছেলে আর্জেন্তিনার টি-শার্ট পরে আছে। আমি তাকে এটাই বলার চেষ্টা করছিলাম, এশিয়ানরাও আমাদের উৎসাহ দিচ্ছে দেখে ভাল লাগছে।’
ফিফার অ্যাম্বাসাডার মারাদোনা। অন্যান্য কিংবদন্তী ফুটবলারদের পাশাপাশি তিনিও ভিআইপি জোনে বসে খেলা দেখছেন। সেখান থেকে বর্ণবিদ্বেষী আচরণের অভিযোগ চাঞ্চল্যকর। ফিফা এই ধরনের আচরণ বরদাস্ত করে না। মারাদোনার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ নিয়ে অবশ্য এখনও সরকারিভাবে ফিফার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বর্ণবিদ্বেষী আচরণের অভিযোগ অস্বীকার করার পাশাপাশি মাঠে ধূমপান করার জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন মারাদোনা।