সদ্য ভ্যালেন্টাইন্স ডে গিয়েছে। তারপরেই স্ত্রী সম্পর্কে এই মন্তব্য করলেন সহবাগ। তবে আশা করা যায়, আরতি এই মন্তব্যকে মজার ছলেই নেবেন। কারণ, সহবাগ নিয়মিত ট্যুইটারে এভাবেই একের পর এক মজাদার মন্তব্য করেন। এবারও তার ব্যতিক্রম হল না। দেখুন, স্ত্রী সম্পর্কে ট্যুইটারে কী লিখলেন সহবাগ
Web Desk, ABP Ananda | 19 Feb 2017 02:08 PM (IST)
নয়াদিল্লি: ট্যুইটারে ফের বিস্ফোরক বীরেন্দ্র সহবাগ। তাঁর নিশানায় এবার স্ত্রী আরতি। তাঁকে উদ্দেশ্য করে সহবাগ লিখেছেন, বিয়ে এমন একটি কারখানা যেখানে স্বামী কাজ করে এবং স্ত্রী কেনাকাটা করে।