বুয়েনস আয়ার্স: অধিনায়ক লিওনেল মেসির অবসর ঘোষণার পর আর্জেন্তিনার ফুটবলে ফের ধাক্কা। এবার জাতীয় দলের কোচ জেরার্ডো মার্টিনো পদত্যাগ করলেন। আসন্ন অলিম্পিকের প্রস্তুতি ঠিকমতো না হওয়া এবং দেশের ফুটবল সংস্থার আর্থিক সংকটের কারণেই সরে দাঁড়িয়েছেন মার্টিনো। তাঁর বদলে নতুন কোচ হিসেবে ১৯৮৬ বিশ্বকাপ জয়ী দলের সদস্য জুলিও ওলার্টিকোচিয়ার নাম ঘোষণা করা হয়েছে।


 

২০১৪ বিশ্বকাপের পর আর্জেন্তিনার কোচের দায়িত্ব নেন মার্টিনো। তাঁর কোচিংয়ে সদ্যসমাপ্ত কোপা আমেরিকার ফাইনালে উঠেছিল আর্জেন্তিনা। যদিও শেষপর্যন্ত চিলির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় মেসিদের। তবে এই হারের জন্য নয়, আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশন আগামী দিনে কীভাবে পরিচালিত হবে সে বিষয়ে অনিশ্চয়তা এবং অলিম্পিকের আগে দলের ছন্নছাড়া অবস্থার জন্যই পদত্যাগ করেছেন মার্টিনো।

 

নতুন কোচের নাম ঘোষণা করা হলেও, আর্জেন্তিনা শেষপর্যন্ত রিও অলিম্পিকে দল পাঠাতে পারবে কি না সেটা এখনও স্পষ্ট নয়। কারণ, এখনও পর্যন্ত মাত্র ৯ জন ফুটবলার রিও-তে যেতে তৈরি। বেশিরভাগ ক্লাবই ফুটবলারদের ছাড়তে রাজি হচ্ছে না। তাছাড়া ফুটবল সংস্থার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি এবং অব্যবস্থার অভিযোগ রয়েছে। ফলে দিয়েগো মারাদোনার দেশের ফুটবলে এখন চরম ডামাডোল চলছে।

 

আর্জেন্তিনার অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট জেরার্ডো ওয়েরথিন অবশ্য আশা করছেন, রিও-তে ফুটবল দল পাঠানো যাবে। তিনি নিজে ক্লাবগুলির সঙ্গে কথা বলছেন। তবে ফুটবল সংস্থার কর্তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তাঁদের দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দিয়েছেন ওয়েরথিন।