নয়াদিল্লি: বক্সিংয়ের ৫১ কেজি বিভাগের বাছাই পর্বে নিখাত জারিনকে সহজেই ৯-১ উড়িয়ে দিয়ে অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্বে জায়গা করে নিলেন ৬ বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরি কম। ৩৬ বছর বয়সি এই তারকা আগামী ফেব্রুয়ারিতে চিনে এশিয়া/ওশেনিয়া অঞ্চলের অলিম্পিকে যোগ্যতা অর্জন পর্বে লড়াই করবেন। সেই প্রতিযোগিতায় সাফল্য পেলে ২০২০ টোকিও অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করবেন তিনি।



তবে এদিন সহজ জয় পেলেও, লড়াইয়ের শেষে জারিনের সঙ্গে হাত না মেলাতে চেয়ে বিতর্কে জড়ান মেরি কম। তাঁর দাবি, ‘আমি ওর সঙ্গে হাত মেলাব কেন? ও যদি চায় অন্যরা ওকে সম্মান জানাক, তাহলে ওর অন্যদের সম্মান জানানো উচিত। আমি এই ধরনের লোকজনকে পছন্দ করি না। রিংয়ের মধ্যে নিজেকে প্রমাণ করতে হয়, রিংয়ের বাইরে নয়।’



অন্যদিকে, হারের পর কান্নায় ভেঙে পড়েন জারিন। তিনি বলেন, ‘আমি মেরি কমের ব্যবহারে আহত হয়েছি। লড়াই চলাকালীন ও রিংয়ের মধ্যে খারাপ শব্দ ব্যবহার করেছে।’ জারিনের পাশে দাঁড়ান তাঁর রাজ্য সংস্থা তেলঙ্গানার কর্তারা। শুরু হয়ে যায় উত্তপ্ত বাক্যবিনিময়। শেষপর্যন্ত পরিস্থিতি সামাল দেন ভারতীয় বক্সিং সংস্থার সভাপতি অজয় সিংহ।

বক্সিং মহল সূত্রে খবর, নিয়ম বদল করে বিশ্বকাপে সোনা ও রুপো জয়ীদের অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্বে লড়াই করার অনুমতি দেয় ভারতীয় বক্সিং সংস্থা। এই নয়া নিয়মের বিরোধিতা করে গত ১৭ অক্টোবর ক্রীড়ামন্ত্রকে চিঠি দেন জারিন। সেই কারণেই তাঁর উপর ক্ষুব্ধ হন মেরি কম।