নয়াদিল্লি: চলতি বছরেই প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics) আসর বসছে। আর এই মেগা টুর্নামেন্টের আগেই বড় দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ভারতীয় ক্রীড়াজগতের উজ্বল নক্ষত্র মেরি কম (Mary Kom)। ভারতীয় অলিম্পিক্সে সংস্থা ৬ বারের বিশ্বচ্যাম্পিয়ন এই কিংবদন্তি মহিলা বক্সারকে টিম ইন্ডিয়ার শেফ দ্য মিশন পদে আসীন করেছিল। গত ২১ মার্চ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছি। কিন্তু সেখান থেকেই ব্য়ক্তিগত কারণ দেখিয়ে এবার অব্যহতি চাইলেন মেরি কম। এক বিবৃতিতে মেরি জানিয়েছেন, ''সবসময়ই দেশের হয়ে খেলতে চেয়েছি। দেশের সেবা করতে চেয়েছি যে কোনওভাবে। এটাই আমার কাছে প্রাধান্য পেয়েছে সবসময়। যে সুযোগ পেয়েছিলাম তা বিশেষ সম্মানের। আমি দায়িত্ব পালন করতে মানসিক ভাবে প্রস্তুত ছিলাম। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি, ব্যক্তিগত সমস্যার জন্য এই দায়িত্ব পালন করতে পারব না। তাই আমি পদত্যাগ করতে চাই।'' 


নিজের বিবৃিতে আরও লিখেছেন ৬ বারের বিশ্বচ্য়াম্পিয়ন, ''প্রতিশ্রুতি থেকে পিছিয়ে যাওয়া উচিত নয়। আমি সাধারণত এমন করি না। আমার হাতে এছাড়া আর কোনও বিকল্প নেই। এ বারের অলিম্পিক্স নিয়ে আমার অনেক প্রত্যাশা ছিল। আমাদের ক্রীড়াবিদদের নিয়ে অনেক আশা রয়েছে সবার। তবে খারাপ লাগছে, ওদের সঙ্গে আমি অলিম্পিক্সের সময় থাকতে পারব না।"


ভারতীয় অলিম্পিক্স সংস্থার প্রধানের পদে থাকা পি টি ঊষা এই ইস্যুতে জানিয়েছেন, ''লন্ডন অলিম্পিক্সে পদকজয়ী মেরিকে আমরা শেফ দ্য মিশনের দায়িত্ব দিয়েছিলাম। তিনি ব্যক্তিগত সমস্যার কারণে ইস্তফা দিয়েছেন। বিষয়টা আমাদের কাছে দুঃখের। তবু আমরা তাঁর এই সিদ্ধান্তকে সম্মান করছি। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে খুব দ্রুত আমরা পরিবর্ত নাম ঘোষণা করব।''


মেরি নিজে ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করলেও এর মধ্যে অন্য কারণ দেখছেন সবাই। সম্প্রতি মণিপুর ইস্যু নিয়ে উত্যপ্ত হয়েছে গোটা দেশ। সেখানে যে হিংসা এত বড় আকার নিয়েছিল, তা নিয়ে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ একেবারেই সন্তুষ্ট ছিলেন না মেরি। অনেকেই মনে করছেন যে সেই কারণেই হয়ত এবার প্যারিস অলিম্পিক্সের আগে এত বড় সিদ্ধান্ত নিলেন মণিপুরের সোনার মেয়ে। উল্লেখ্য, মেরি পাঁচবারের চ্যাম্পিয়ন। ৬টি বিশ্ব চ্য়াম্পিয়নশিপে পদকজয়ী একমাত্র মহিলা বক্সার। তিনিই একমাত্র ভারতীয় মহিলা বক্সার যিনি ২০১২ লন্ডন অলিম্পিকসে ৫১ কেজি ফ্লাইওয়েট বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পান।