হো চি মিন সিটি:  ভিয়েতনামে এশিয়ান উইমেন্স বক্সিং চ্যাম্পিয়নশিপের ৪৮ কেজি বিভাগে ফের সোনা জিতলেন ভারতীয় বক্সার এম সি মেরি কম। তীব্র প্রতিদ্বন্দ্বিতা ভরা ফাইনালে প্রতিপক্ষকে পর্যদুস্ত করে এই নিয়ে পঞ্চমবার এই টুর্নামেন্টে সোনা পেলেন তিনি।

ফাইনালে উত্তর কোরিয়ার প্রতিদ্বন্দ্বী কিম হিইয়াং মি-কে ৫-০ তে হারিয়ে সাফল্যের মুকুটে আরও একটি পালক যোগ করলেন অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল জয়ী পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় বক্সার।

২০১৪-র এশিয়ান গেমসের পর এটিই মেরি কমের প্রথম সোনার মেডেল।

৩৫ বছরের মেরি কমের বিরুদ্ধে তীব্র চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন কিম। সাধারণত বাউট শুরু হওয়ার পর প্রতিদ্বন্দ্বীদের একে অপরের শক্তি মাপতেই কয়েক মিনিট কেটে যায়। কিন্তু এশিয়ান উইমেন্স বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে বেল বাজার পরই দুই প্রতিদ্বন্দ্বী একে অপরের বিরুদ্ধে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। শেষপর্যন্ত মেরি কমের সঙ্গে এঁটে উঠতে পারেননি তাঁর উত্তর কোরিয় প্রতিদ্বন্দ্বী।

র্মেরিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, মেরির এই সাফল্যে তিনি উচ্ছ্বসিত।