লন্ডন: বিশ্বকাপের লিগ পর্যায় থেকেই বাংলাদেশ বিদায় নেওয়ার পর এবার অবসর নিতে পারেন অধিনায়ক মাশরাফি মোর্তাজা। তিনি এমনই ইঙ্গিত দিয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের পর বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘আমার ভবিষ্যৎ পরিকল্পনা হল এখান থেকে দেশে ফেরা। তারপর ভাবব।’
এবারের বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স প্রসঙ্গে মাশরাফি বলেছেন, ‘আমাদের খেলোয়াড়রা সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। কয়েকটি জায়গায় আমাদের অনেক উন্নতি করতে হবে। আমাদের দুর্বলতা কোথায় জানতাম। আমরা যদি এশিয়ায় খেলতাম, তাহলে তাহলে আমাদের বোলিং অনেক ভাল মনে হত। বিপক্ষকে অলআউট করা বা কম রানে বেঁধে রাখার উপায় খুঁজতে হবে। বিশ্বকাপের আগে আমাদের ব্যাটিং নিয়ে চিন্তা ছিল না। ছেলেরা জানত কী করতে হবে। আমার কেরিয়ারের শুরু থেকেই ফিল্ডিং নিয়ে চিন্তা ছিল। সেই চিন্তা এখনও রয়ে গিয়েছে। আমাদের ফিল্ডিংয়ে উন্নতি করতেই হবে।’
মাশরাফি আরও বলেছেন, ‘এবারের বিশ্বকাপ যে ফর্ম্যাটে খেলা হয়েছে সেটা আমার খুব ভাল খেলেছে। কারণ, সবার কাছেই সব দলের শক্তি-দুর্বলতা প্রকট হয়ে গিয়েছে। তাতে অনেকেই খুশি হবে না।’
দেশে ফিরে ভবিষ্যৎ নিয়ে ভাবব, বলছেন মাশরাফি
Web Desk, ABP Ananda
Updated at:
06 Jul 2019 06:14 PM (IST)
এবারের বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স প্রসঙ্গে মাশরাফি বলেছেন, আমার কেরিয়ারের শুরু থেকেই ফিল্ডিং নিয়ে চিন্তা ছিল। সেই চিন্তা এখনও রয়ে গিয়েছে। আমাদের ফিল্ডিংয়ে উন্নতি করতেই হবে।’
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -