ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি বাতিল করে দেওয়ার কথা ঘোষণা করলেন একদিনের ফর্ম্যাটে দলের অধিনায়ক মাশরাফি মোর্তাজা। তাঁর চুক্তি বাতিলের বিষয়ে সম্মতি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান। ফলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাশরাফির অবসরের জল্পনা তৈরি হয়েছে।


৩৬ বছর বয়সি মাশরাফি এতদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে চুক্তি অনুযায়ী প্রতি মাসে অন্তত পাঁচ হাজার মার্কিন ডলার পেতেন। তাছাড়া স্পনসরশিপ সংক্রান্ত চুক্তি থেকেও তিনি মোটা অঙ্কের অর্থ পেতেন। চুক্তি বাতিল করার ফলে বোর্ডের কাছ থেকে আর অর্থ পাবেন না এই পেসার। তবে তিনি জানিয়েছেন, এখনই অবসর নিচ্ছেন না। যতদিন ক্রিকেট উপভোগ করবেন ততদিন খেলে যাবে। একইসঙ্গে টেস্ট ম্যাচ খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের অর্থ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তাঁর মতে, এর ফলে বাংলাদেশে টেস্ট ক্রিকেটের চিত্র বদলে যাবে।