ঢাকা: অবসরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য দু’মাস চাইলেন বাংলাদেশের একদিনের দলের অধিনায়ক মাশরাফি মোর্তাজা। এই পেসার হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে খেলেননি। আগামী বছরের জুনের আগে একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে না বাংলাদেশ। ফলে ৩৫ বছরের মাশরাফি এবার অবসর নিতে পারেন।


২০১৭ সালে আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নেন মাশরাফি। তিনি এবারের বিশ্বকাপের পরেই একদিনের আন্তর্জাতিক থেকেও অবসরের কথা ঘোষণা করবেন বলে জল্পনা তৈরি হয়। তবে সেই জল্পনা সত্যি হয়নি। গত সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, আগামী মাসে জিম্বাবোয়ের বিরুদ্ধে মাশরাফির বিদায়ী ম্যাচ আয়োজন করা হতে পারে। তবে শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসানের সঙ্গে দেখা করেন মাশরাফি। এরপর বিসিবি সভাপতি জানান, মাশরাফি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য দু’মাস সময় চেয়েছেন।