ঢাকা: অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশের সফলতম অধিনায়ক মাশরাফি মোর্তাজা। অতীতে মহেন্দ্র সিংহ ধোনি ‘স্বেচ্ছায়’ অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এবার সেই একই পথে হাঁটলেন ৩৬ বছরের মাশরাফি মোর্তাজাও। শুক্রবার সিলেটে জিম্বাবোয়ের বিরুদ্ধে শেষবারের মতো বাংলাদেশ দলের অধিনায়কত্ব করবেন তিনি।


বৃহস্পতিবার সাংবাদিক সন্মেলন ডেকে বাংলাদেশের ক্রিকেট তারকা জানিয়ে দিলেন, বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে ঠিক করেছেন, আর নয়। এটাই সরে দাঁড়ানোর সঠিক সময়। ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপের কথা মাথায় রেখেই কি তাঁর এই সিদ্ধান্ত? মোর্তাজার জবাব, “আগামী বিশ্বকাপের আগে দলকে নতুন অধিনায়কের হাতে তুলে দেওয়ার এটাই সঠিক সময়। বুধবার পর্যন্তও আমি কিছু ভাবিনি। বৃহস্পতিবার সকালে সিদ্ধান্ত নিলাম, সরে দাঁড়াব।”


মাশরাফি মোর্তাজার নেতৃত্বে ৮৭টি ওয়ান ডে খেলেছে বাংলাদেশ। তার মধ্যে ৪৯টি ম্যাচেই জয় পেয়েছে বেঙ্গল টাইগাররা। নেতৃত্ব দিয়ে মোর্তাজার এই ৫০ শতাংশেরও বেশি ম্যাচ জেতার রেকর্ড আর কোনও বাংলাদেশি অধিনায়কের নেই।


প্রসঙ্গত, টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অনেক আগেই সরে দাঁড়িয়েছেন মাশরাফি মোর্তাজা। তিনি শেষ টেস্ট খেলেছেন ২০০৯ সালে। আর শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ২০১৭ সালে। এমনকী একদিনের আন্তর্জাতিকেও দীর্ঘ সময় পর ২২ গজে ফিরেছেন তিনি। বিশ্বকাপের পর চোট আঘাতে জর্জরিত এই তারকা বহুদিন আন্তর্জাতিক সার্কিটের বাইরে ছিলেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ান ডে সিরিজে আবার ফিরেছেন। তাঁর নেতৃত্বেই চলতি সিরিজে ২-০ এগিয়ে বাংলাদেশ।