ঢাকা: করোনা আক্রান্ত বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়রক মাশরাফি মোর্তাজা। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে এমনই জানা গিয়েছে। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, আজ করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। ঢাকার বাড়িতে সেল্প-আইসোলেশনে আছেন এই প্রাক্তন ক্রিকেটার।
এর আগে মাশরাফির পরিবারের এক সদস্যেরও করোনা হয়েছিল। তারপর আক্রান্ত হলেন তিনি নিজেই। গত সপ্তাহে পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদিরও করোনা হয়েছে বলে জানা যায়। এবার আরও এক ক্রিকেটার করোনা আক্রান্ত হলেন।
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে আরও জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে মাশরাফির জ্বর হয়। গতকাল তিনি করোনা পরীক্ষার জন্য যান। আজ সেই পরীক্ষার রিপোর্ট এসেছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, এই ক্রিকেটারের স্বাস্থ্য নিয়ে আশঙ্কার কিছু নেই। তিনি বাড়িতেই আছেন। হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই।
নড়াইলের সাংসদ মাশরাফি করোনা পরিস্থিতিতে মানুষের পাশে থাকার জন্য কয়েকবার ঢাকা থেকে সেখানে গিয়েছিলেন। নড়াইল থেকে ঢাকা ফিরে তিনি কোয়ারেন্টিনে থাকেন। কিন্তু তা সত্ত্বেও সংক্রমণ এড়াতে পারলেন না।
করোনা আক্রান্ত বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মোর্তাজা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Jun 2020 04:06 PM (IST)
গত সপ্তাহে পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদিরও করোনা হয়েছে বলে জানা যায়। এবার আরও এক ক্রিকেটার করোনা আক্রান্ত হলেন।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -